
স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত সঞ্জয় কন্যা শানায়া । হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি শানায়া এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছবি পোস্ট করে আগুন জ্বালাতে সিদ্ধহস্ত সঞ্জয় কন্যা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। খুব শীঘ্রই বলিউডে পা (Bollywood Debut) রাখতে চলেছেন শানায়া কাপুর। এখনও পর্যন্ত নায়িকা হিসেবে বলিউড না কাঁপলেও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ফ্যানবেস তৈরি করে ফেলেছেন শানায়া কাপুর (Shanaya kapoor)। নেটপাড়ায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার শানায়ার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঝড় তুলেছেন শানায়া কাপুর (Shanaya kapoor) । নীল রঙের বিকিনিতে সুইমিংপুলে আগুন জ্বালিয়ে দিয়েছেন শানায়া কাপুর। ছবির ক্যাপশনে লেখা 'অ্যাকোয়া বেবি'। রুফটপের সুইমিংপুলে ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে পাগল করেছেন ভক্তদের। বিকিনি (Bikini Photos) ঠিকরে বেরিয়ে আসেছে বক্ষযুগল। নাভির খাঁজে চোখ আটকে নেটিজেনদের। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন-গাঢ় চুম্বন থেকে উদ্দাম সঙ্গমে মত্ত স্বামী, ইমরানের পরিণতি জানলে শিউরে উঠবেন
আরও পড়ুন-বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা
আরও পড়ুন-'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা
নীল বিকিনির সঙ্গে সোনালি রঙের কানের দুল, মাথায় কালো সানগ্লাস নজর কেড়েছে। সাড়ে ৪০০০ টাকা মূল্যের বিকিনিতে শানায়ার (Shanaya kapoor) কিলার লুকে পাগল হয়েছেন ভক্তরা। অভিনেত্রীর কমেন্টে আগুনের ও ভালাবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ভাবনা পান্ডে ও মাহিপ কাপুর। শানায়ার মতো এই বিকিনি নিজের ওয়ারড্রোবে রাখতে চাইলে অনলাইন সংস্থা 'Flirtatious'এ কিনে নিতে পারবেন। পরিচালক-প্রযোজক করণ জোহরের হাত ধরেই খুব শীঘ্রই বলিউডে ডেবিউ হতে চলেছেন সঞ্জয় কন্যা শানায়া কাপুরের। ছবির নাম 'বেধড়ক'। ছবির নাম ঘোষণার পরই গাড়ি কিনেছেন শানায়া কাপুর। নতুন গাড়ি কিনে সেই গাড়ির চাবি বাবা সঞ্জয় কাপুরের হাতে তুলে দিয়েছেন শানায়া কাপুর। অডি-র কিউ সেভেন প্রিমিয়াম প্লাস গাড়িটিই কিনে নিয়েছেন শানায়া কাপুর, যার দাম ৮০ লাখ টাকা। উন্নত টেকনোলজি বিশিষ্ট কালো রঙের অডি কিনে বাবা সঞ্জয় কাপুর ও মা মাহিপ কাপুরের সঙ্গে পোজ দিয়েছেন শানায়া কাপুর।কিছুদিন আগেই ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্তে খবর নিশ্চিত করেছিলেন শানায়া কাপুর। তিনি জানিয়েছিলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। এবং সামান্য উপসর্গ রয়েছে। তবে আমি ঠিক আছি এবং নিজেকে পুরোপুরি আইসোলেট করে নিয়েছি। শানায়া (Shanaya kapoor) আরও জানান, গত ৪ দিন আগে আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু সতর্কতার জেরে আবারও পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। আমি সমস্তরকম করোনার নিয়মবিধি মেনেই চলছি এবং চিকিৎসকের পরামর্শ মতোই সবকিছু করছি। আমি অনুরোধ জানাচ্ছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। এবং সুরক্ষিত থাকুন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।