বিকিনিতে স্যুইমিং পুলে নবাব-কন্যা, বৃষ্টিভেজা দিনে থ্রোব্যাকে সারা

  • স্যুইমিং পুলে বৃষ্টিতে ভিজছেন সারা আলি খান
  • নিওন বিকিনিতে ধরা দিলেন নায়িকা
  • বৃষ্টির আবহাওয়ায় লিখেছেন কবিতাও
  • থ্রোব্যাকে ভাইরাল নবাব-কন্যা

স্যুইমিং পুলে বৃষ্টিতে ভিজছেন সারা আলি খান। হাওয়া ভরা উইনিকর্নের উপর চেপে নিজের ছোটবেলাকে খুঁজছেন অভিনেত্রী। নিওন বিকিনিতে ক্যানডিড পোজে ধরা দিলেন তিনি। বৃষ্টির আবহাওয়ায় লিখেছেন একটি কবিতাও। ঘুরতে যাওয়ার থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন সারা। নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হালেন নবাব-কন্যা। লকডাউনে থ্রোব্যাকই এখন একমাত্র ভরসা। মাস খানেক আগে ঈদের সময় পুরনো ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন সারা। এমন উৎসবের দিনেও বাড়ি থেকে বেরনো বারণ, বাড়িতে লোকজন ডেকে আনন্দ করাও বারণ। 

আরও পড়ুনঃ'আ স্যুটেবল বয়' তাবু-ঈশানের রোম্যান্স, গভীর ছিল তাঁদের রসায়ন, জানালেন অভিনেতা

Latest Videos

তাই লকডাউনে বিশেষভাবে ঈদ উদযাপিত করার কিছু ছিল না। তবুও বলিউডের তারকারা নিজেদের ভক্তদের জন্য বিশেষ কিছু পোস্ট করে তাদের ইদি দেওয়ার চেষ্টা করে চলেছেন। নবাব-কন্যা সারা আলি খান নেটদুনিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন পুরনো ছবির মাধ্যমে। তবে খানিক অভিনব কায়দায়। ছোটবেলার ছবির পাশে এখনকার ছবি কোলাজ করে আপলোড করেন সারা। যেখানে ছোট্ট সারাকে একদিকে দেখা যায় ইদের দিনে গোলাপি রঙের ওরনা মাথায় বাঁধা। অন্যদিকে এখনকার সারার ছবি। কালো ওরনা মাথায় জড়ানো। 

আরও পড়ুনঃলকডাউনের মধ্যেও ফ্যাশন টিপস দর্শনার, গরমে কেমন হবে স্টাইলিং, দেখুন ছবি

 

তখনকার সারা বা এখনকার সারার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। সে কথাই সকলে বলে চলেছে কমেন্ট সেকশনে। ছোটবেলায় সারার মধ্যে যে মিষ্টতা ছিল এখনও তেমনটাই রয়েছে। লকডাউনে ভক্তদের বিনোদন জোগাতে কি না কি করছেন তারকারা। ঈদের দিনে বিশেষ পোস্ট হোক বা টিকটক ভিডিওয়ে সকলকে হাসানো, সারার কাছে লকডাউন এন্টারটেনমেন্টের খামতি নেই। মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিমের সঙ্গে প্রায়সই মজাদার ভিডিও পোস্ট করে দর্শকের মনোরঞ্জন করে চলেছেন। 

Share this article
click me!

Latest Videos

‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ Trinamool-কে সরাসরি আক্রমণ Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari