বলিউডে ফের দুঃসংবাদ। ২০২০ সাল যেন আর শেষ হচ্ছে না। প্রয়াত হলেন সাসুরাল সিমার কা খ্যাত অভিনেতা আশিষ রায়। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। দীর্ঘ সময় ধরে চলছিল ডায়ালিসিস। অবশেষে আর শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর।
সূত্রের খবর, গতকালও ডায়ালিসিস করতে গিয়েছিলেন অভিনেতা আশিষ রায়। শারীরিক অসুস্থ থাকার কারণেই বাড়ি ফিরে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অনেকবার শরীর খারাপের জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
লকডাউনে কাজ না থাকায় আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন অভিনেতা। নিজের আর্থিক সমস্যার কথা সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন আশিষ রায়। চিকিৎসা চালিয়ে যাবার জন্য কোনও অর্থই ছিল না। সকলের থেকে আর্থিক সহায়তাও চেয়েছিলেন অভিনেতা। চলতি বছর জানুয়ারিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দীর্ঘ অভিনয় জীবনে বহু সিরিয়াল ও সিনেমার জনপ্রিয় মুখ আশিষ রায়। সাসুরাল সিমার কা, রিমিক্স, বানেগি আপনি বাত, সহ অনেক ধারাবাহিকে জনপ্রিয় মুখ ছিলেন আশিষ। টেলিভিশন ছাড়াও হলিউডের বিভিন্ন ছবিতে ভয়েস ওবার দিয়েছেন আশিষ রায়।