ঘড়ি ধরে খাবার খাওয়া, মেনুতে সুগার নিষিদ্ধ, জাহ্নবীর ডায়েটে আর কী কী নির্দেশ

Published : Jul 15, 2020, 06:12 PM IST
ঘড়ি ধরে খাবার খাওয়া, মেনুতে সুগার নিষিদ্ধ, জাহ্নবীর ডায়েটে আর কী কী নির্দেশ

সংক্ষিপ্ত

ডায়েটের মধ্যেই কড়া নিয়মের ঘেরাটোপ বাড়ির খাবারই জাহ্নবীর প্রথম পছন্দ জাহ্নবীর স্টানিং লুকের পেছনে লুকিয়ে কোন রহস্য রইল জাহ্নবীর ডায়েটের তালিকা 

জাহ্নবী কাপুর বরাবরই শ্রীদেবীর কড়া নজরদারিতে ছিলেন। স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে ডায়েট, মেয়ের সব বিষয় লক্ষ্য রাখতেন শ্রীদেবী। শ্রীদেবীই ঠিক করে দিয়েছিলেন জাহ্নবীর খাবার তালিকাতে থাকবে না কোনও চিনি। নো সুগারেই বাজিমাত জাহ্নবীর। তাঁর খাবারের তালিকাতে ঠিক কী কী থাকে দেখে নেওয়া যাক। ঘুম থেকে ওঠা, তারপর সারাদিন ঘড়ি ধরে খাবার খেয়ে থাকেন তিনি। 

ভোরঃ ঘুম থেকে উঠেই জাহ্নবীর চাই একগ্লাস জল 

ব্রেকফাস্টঃ সকালের মেনুতে থাকে জাহ্নবীর টোস্ট, ফলের রস, ডিমের সাদা অংশ ও দুধ

লাঞ্চঃস্যালাড দুপুরে খাবার তালিকাতে থাকে  ব্রাউন রাইস, চিকেন স্যান্ডুইচ

ডিনারঃরাতে খাবারের তালিকাতে জাহ্নবীর থাকে ভেজিটেবল স্যুপ, ডাল, গ্রিল্ড ফিস, স্যালাড

রাতে শোওয়ার ঠিক তিন ঘণ্টা আগে খাবার খেয়ে থাকেন জাহ্নবী। বাউরের খাবারে তাঁর সাফ না। বেবল বাড়িতে তৈরি খাবারই খেয়ে থাকেন জাহ্নবী। শ্যুটিং থাকলেও বাড়ি থেকেই খাবার নিয়ে যান শ্রীদেবী কন্যা। তবে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন জাহ্নবী। শরীরচর্চাতেও কড়া নজর দিয়ে থাকেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে