কেবল এক গ্লাস দুধ, ডিনারে সাফ না অনুষ্কার, সারা দিন কোন ডায়েট ফলো করেন বিরাট-ঘরণী

Published : Dec 17, 2020, 09:35 AM ISTUpdated : Dec 17, 2020, 10:24 AM IST
কেবল এক গ্লাস দুধ, ডিনারে সাফ না অনুষ্কার, সারা দিন কোন ডায়েট ফলো করেন বিরাট-ঘরণী

সংক্ষিপ্ত

বরাবরই শরীর নিয়ে বিশেষ যত্নশীল অনুষ্কা নিজের পাতে বুঝে বুঝে খাবার রাখেন তিনি নো ডিনার পার্টি, কারণ তিনি ডিনারই করেন না কড়া ডায়েটেই নিজেকে ধরে রাখেন এই হট ডিভা

স্টারেদের ডায়েট মানেই এক কথায় স্টানিং ফিগার ও গ্ল্যামারের ঝলকানি। কিন্তু কিছু কিছু তারকা নিজের ফিগার ও ফিটনেস ধরে রাখার জন্য এমন পর্যায় পৌঁচ্ছে যান, যে সেই ডায়েট মেনে চলা এক কথায় সম্ভবপর নয়। তেমনই এক তারকা হলেন বিরটা ঘরণী অনুষ্কা শর্মা। অনুষ্কার ডায়েটের রহস্য হল ফিটনেস। যদিও অনুষ্কা কখনই শরীর চর্চায় গাফিলতি করেন না। তবুও তাঁর ডায়েট তাঁর ফিটনেসে এক কথায় মূল ধাপ।

আরও পড়ুনঃ দেব আই লাভ ইউ থেকে রাণী রাসমণি, নিজেকে কীভাবে ব্যালন্স করেন দিতিপ্রিয়া, খোলামেলা আলোচনায় রাণীমা

 


কী কী থাকে দিনভর অনুষ্কার পাতে-

ব্রেকফাস্ট- সকালে উঠে দুটো ডিমের সাদা অংশ, এক গ্লাস ফলের রস 

লাঞ্চঃ দুপুরে অনুষ্কা খান সব্জি তরকারি, ডাল, দুটো রুটি ও স্যালাড

টিফিনঃ বিকেলে তাঁর পাতে থাকে প্রোটিন বার বা ঋতু ভিত্তিক ফল

ডিনারঃ অনুষ্কা টিফিনের পর তেমন কিছুই খান না আর। রাতে শোওয়ার আগে একগ্লাস দুধ

এতেই ইতি। অনুষ্কার নেই কোন চিট ডে। এক কথায় বলতে গেলে অনুষ্কা যখনই কিছু খান তখনই চেষ্টা করেন তা যেন বাড়িতে তৈরি হয়ে থাকে। ফলে শ্যুটিং ফ্লোরেও তিনি খাবার নিজেই নিয়ে যান। পাশাপাশি ফলের রস জল পান করে থাকেন ঘড়ি ধরে। বাইরে পার্টি হোক কিংবা আচার অনুষ্ঠান। সামান্য কনটিনেন্টালেই খুশি থারেন তিনি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?