সাত সকালে শাহরুখ-কাজল হয়ে উঠলেন রাজ-সিমরান, DDLJ ঘিরে নেটপাড়ায় নস্টালজিয়া

Published : Oct 20, 2020, 11:59 AM IST
সাত সকালে শাহরুখ-কাজল হয়ে উঠলেন রাজ-সিমরান, DDLJ ঘিরে নেটপাড়ায় নস্টালজিয়া

সংক্ষিপ্ত

  শাহরুখ-কাজল জুটিতেই বাজিমাত ২৫ বছরে পা বিখ্যাত ছবি DDLJ এদিন সকাল থেকেই নেট দুনিয়ায় ভাইরাল একাধিক পোস্ট ডিপি পাল্টে ফেললেন খোদ শাহরুখ-কাজল 

১৯৯৫ সালে পর্দায় ঝড় তুলেছিল সিমরান ও রাজ জুটি। একের পর এক সংলাপ থেকে শরু করে ছবির দৃশ্য মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। যা আজও বলিউডের এক সম্পদ। সেই বিখ্যাত ছবি ডিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র ২৫ বছরের পূর্তী। এদিন সকাল থেকেই নেট দুনিয়ায় পোস্টের বাহার। ভক্তদের পোস্টে ভাইরাল একাধিক ছবি থেকে শুরু করে নানা ঐতিহাসিক দৃশ্যে। সেই তালিকাতে সামিল খোদ শাহরুখ কাজল। 

 

 

মঙ্গলবার সকালেই বদলে গেল শাহরুখ খান ও কাজলের সোশ্যাল মিডিয়ার ছবি। শাহরুখ হয়ে উঠলেন রাজ আর কাজল হয়ে উঠলেন সিমরান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করলেন শাহরুখ খান। 

 

 

ভক্তদের হাতে হাতে যা হয়ে উঠল ভাইরাল। ২৫ বছর বলে কথা। আর এই দীর্ঘ ২৫ বছর ধরেই এই ছবি মনোরঞ্জন করে চলেছে সকলের। রোম্যান্সের কিং ও সেরা জুটি, পাশাপাশি এক পারিবারিক গল্প, ক্লাইম্যাক্স থেকে থেকে শুরু করে গান, ছবির সংলাপ থেকে শুরু করে অভিনয়, প্রতিটা উপাদানই যেন সমান অনুপাতে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ছবিকে। যা কানায় কানায় পার্ফেক্ট করেতুলেছিল এই জুটিকে। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য