সাত সকালে শাহরুখ-কাজল হয়ে উঠলেন রাজ-সিমরান, DDLJ ঘিরে নেটপাড়ায় নস্টালজিয়া

 

  • শাহরুখ-কাজল জুটিতেই বাজিমাত
  • ২৫ বছরে পা বিখ্যাত ছবি DDLJ
  • এদিন সকাল থেকেই নেট দুনিয়ায় ভাইরাল একাধিক পোস্ট
  • ডিপি পাল্টে ফেললেন খোদ শাহরুখ-কাজল 

১৯৯৫ সালে পর্দায় ঝড় তুলেছিল সিমরান ও রাজ জুটি। একের পর এক সংলাপ থেকে শরু করে ছবির দৃশ্য মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। যা আজও বলিউডের এক সম্পদ। সেই বিখ্যাত ছবি ডিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র ২৫ বছরের পূর্তী। এদিন সকাল থেকেই নেট দুনিয়ায় পোস্টের বাহার। ভক্তদের পোস্টে ভাইরাল একাধিক ছবি থেকে শুরু করে নানা ঐতিহাসিক দৃশ্যে। সেই তালিকাতে সামিল খোদ শাহরুখ কাজল। 

 

Latest Videos

 

মঙ্গলবার সকালেই বদলে গেল শাহরুখ খান ও কাজলের সোশ্যাল মিডিয়ার ছবি। শাহরুখ হয়ে উঠলেন রাজ আর কাজল হয়ে উঠলেন সিমরান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করলেন শাহরুখ খান। 

 

 

ভক্তদের হাতে হাতে যা হয়ে উঠল ভাইরাল। ২৫ বছর বলে কথা। আর এই দীর্ঘ ২৫ বছর ধরেই এই ছবি মনোরঞ্জন করে চলেছে সকলের। রোম্যান্সের কিং ও সেরা জুটি, পাশাপাশি এক পারিবারিক গল্প, ক্লাইম্যাক্স থেকে থেকে শুরু করে গান, ছবির সংলাপ থেকে শুরু করে অভিনয়, প্রতিটা উপাদানই যেন সমান অনুপাতে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ছবিকে। যা কানায় কানায় পার্ফেক্ট করেতুলেছিল এই জুটিকে। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts