৫০-শেও কিং খান স্টাইল স্টেমেন্টে হিট, এই পাঁচ ডায়েট টিপসই মোক্ষম দাওয়াই

  • পাঁচ ডায়েট প্ল্যানেই ফিট শাহরুখ
  • খাবারের তালিকাতে থাকে না একাধিক পদ
  • পাঁচ টিপস মেনেই খাবার খান কিং খান
  • সোডা বা অ্যালকোহল এড়িয়ে চলেন কিং খান 

শাহরুখ খান কেরিয়ারের প্রথম দিকে ডায়েটে বিশ্বাস করতে না। কিন্তু বলিউডে কয়েকবছর কাটানোর পরই শরীর সম্বন্ধে সচেতন হয়ে পড়েন কিং খান। তারপর থেকেই পছন্দের পদে সাফ না শাহরুখ খানের। এমন কী অনেক সময় শাহরুখ খান সাধারণ ডায়েটের ওপরও কলম চালিয়ে ফেলেন। তাঁর ডায়েটিশিয়ানের মতে শাহরুখ খানকে যা খেতে বলা হয়, তিনি তাও খান না। 

আরও পড়ুনঃ ছবিতে ক্লিক করতেই দাড়োয়ানের ঘাড় ধাক্কা, তিন দশক পরেও সেই অপমান আজও ভোলেননি অক্ষয়

Latest Videos

কী কী টিপস মেনে চলেন শাহরুখ খান-

প্রোটিন যুক্ত খাবারঃ শাহরুখ খানের ডায়েটে থাকে প্রোটিন যুক্ত খাবার। সাধারণত দুধ, মাছ, ডিমের সাদা অংশ, স্কিনসেল চিকেন প্রভৃতি। 

সুগারে নাঃ কোনও খাবারেই সুগার খাওয়া পছন্দ করেন না শাহরুখ খান। বরাবরই সুগার ছাড়াই খাবার খেয়ে থাকেন কিং খান। 

সব্জিঃ শাহরুখ খানের ডায়েটে থাকে পর্যপ্ত পরিমাণে সব্জি। সেদ্ধ ভেজিটেবিল হোক কিংবা স্যুপ হোক, শাহরুখ খানের পাতে থাকা চাই দুবেলা। 

ফল-এ নাঃ ফল খাওয়া খুব একটা পছন্দ করেন না শাহরুখ খান। ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তাই দিনে হাফ কাপ ফল খান শাহরুখ। 

পর্যাপ্ত পরিমাণে জলঃ দিনে তিন থেকে চার লিটার জল পান করে থাকেন শাহরুখ খান। সোডা জাতীয় পানীয় তিনি এড়িয়ে চলেন। মিষ্টি ছাড়া ফলের রস থাকে তাঁর ডায়েটে।  

এই পাঁচ বিষয়ে কড়া নজর রেখে থাকেন শাহরুখ খান। খাবারের প্রতি সচেতনা বজায় রেখেই কিং খান এখনও স্টানিং লুকে লক্ষ লক্ষ মেয়ের হৃদয় জিতেই চলেছেন। তাঁর খাবারের টিপস তাঁকে শরীর ফিট রাখতে ও সতেজ রাখতে সাহায্য করে বলেও মনে করেন শাহরুখ । 

Share this article
click me!

Latest Videos

চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News
Netaji Subhash Chandra Bose-কে সামনে রেখে শুধুই ফায়দা লুটছে রাজনৈতিক দলগুলি? দেখুন
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata