
শাহরুখ খানের তরফ থেকে হোলির শুভেচ্ছা। অবশ্যই ভক্তদের কাছে বিষয়টি অত্যন্ত স্পেশ্যাল হওয়ার কথা। তেমনটা হল ঠিকই তবে কয়েকজন ভক্তদের মতে শাহরুখে নাকি নিজের চাপা দুঃখ প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম পোস্টে।
আরও পড়ুনঃহোলি পার্টির অন্দরমহলের মুহূর্ত, শতাফের হটনেসে কুপোকাত আট থেকে আশি
আরও পড়ুনঃশ্বশুরবাড়িতে নিকের প্রথম হোলি, রঙে ভেজা ছবি পোস্ট পিগি চপস
একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "যে সকল মানুষেরা জীবনে রঙের আলো খুঁজছেন তারা যেন প্রত্যেক রঙের মাত্রায় আনন্দ খুঁজে পায়। রইল হোলির শুভেচ্ছা।" এই বার্তাতেই কয়েকজন ভক্তরা প্রশ্ন তুলেছেন।
কারও কথায়, ডিপ্রেশনে আছেন কিং খান। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। যার কারণে তাঁর জীবন থেকে কোথাও হয়তো আনন্দ, সুখ হারিয়ে গিয়েছে। তাই জীবনের রঙের আনন্দের মাঝে এক টুকরো খুশি খুঁজে বেড়াচ্ছেন তিনি।
যদিও অধিকাংশ নেটিজেন এই মেসেজকে স্বাভাবিকভাবেই নিয়েছে। তারা বরং শাহরুখকে ফের সিনেপর্দায় ফেরার অনুরোধ করে গিয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।