শাহিদের খুব রাগ! মীরার সঙ্গে ঝগড়া হলে কী করেন তিনি

swaralipi dasgupta |  
Published : Jun 16, 2019, 05:57 PM IST
শাহিদের খুব রাগ! মীরার সঙ্গে ঝগড়া হলে কী করেন তিনি

সংক্ষিপ্ত

পাপারাৎজিদের ক্যামেরাতে প্রায়ই একসঙ্গে ধরা দেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত  দুজনের রসায়নে মুগ্ধ শাহিদের ভক্তরা কিন্তু জানেন কি ঝগড়া হলে প্রায় ১৫ দিন ধরে মন কষাকষি চলে এই দম্পতির নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে একথাই জানান শাহিদ কাপুর

পাপারাৎজিদের ক্যামেরাতে প্রায়ই একসঙ্গে ধরা দেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। দুজনের রসায়নে মুগ্ধ শাহিদের ভক্তরা। কিন্তু জানেন কি ঝগড়া হলে প্রায় ১৫ দিন ধরে মন কষাকষি চলে এই দম্পতির। নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে একথাই জানান শাহিদ কাপুর। 

নেহা ধুপিয়া শাহিদকে জিজ্ঞাসা করেন, ঠিক কী হলে আপনি রেগে যান। শাহিদ বলেন, মীরার সঙ্গে ঝগড়া হলে আমি খুব উত্তেজিত হয়ে যাই। আমি একটা ঝগড়া থেকে বেরোতে সময় নিই। এমনিতে আমরা খুব কম ঝগড়া করি। যেমন দুমাসে একবার। কিন্তু যখন করি অনেক দিন থেকে যায়। কখনও কখনও ১৫ দিন ধরেও রাগ থেকে যায়। শেষ পর্যন্ত কথা বলে সমস্তটা মেটাতে হয়। 

কিন্তু কে আগে ঝগড়ায় ইতি টানেন! এই প্রশ্নের উত্তরেও শাহিদ জানান, তিনিই ঝগড়ায় ইতি টানেন। কিন্তু কখনওই ঝগড়া সীমা ছাড়ায় না। এই ঝগড়াও সম্পর্কের পক্ষে স্বাস্থ্য়কর বলে জানান শাহিদ। 

প্রসঙ্গত, ২০১৫-র ৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। এর পরেই ২০১৬-য় তাঁদের মেয়ে হয় মিশা কাপুর। ২০১৮-য় মীরা ও শাহিদের দ্বিতীয় সন্তান হয় জৈন।  
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে