ছোট্ট শ্রেয়ার অপেক্ষায় শ্রেয়া ঘোষাল, নেট দুনিয়ায় প্রেগনেন্সির খবর শেয়ার করলেন গায়িকা

Published : Mar 04, 2021, 11:01 AM IST
ছোট্ট শ্রেয়ার অপেক্ষায় শ্রেয়া ঘোষাল, নেট দুনিয়ায় প্রেগনেন্সির খবর শেয়ার করলেন গায়িকা

সংক্ষিপ্ত

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল  সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন গায়িকা  সেলেব দুনিয়ায় বেবিবাম্পের ঝড়  সেই তালিকাতে নাম লেখালেন এবার শ্রেয়া 

লক ডাউনে একের পর এক তারকা দিয়েছে সুখবর। দুই থেকে তিনের পথে পা বাড়িয়েছেন অনেকেই। অনুষ্কা থেকে শুরু করে করিনা কাপুর। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছে। এবার মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল। নেট দুনিয়ায় সেই খবর শেয়ার করলেন শ্রেয়া। বৃহস্পতিবারই সকালে ভক্তদের সঙ্গে বেবিবাম্পের ছবি শেয়ার করে নেন শ্রেয়া।

এই খবর ছড়িয়ে পড়ার পরই শুভেচ্ছা বার্তায় ভরে সোশ্যাল মিডিয়ার পাতা। নেট দুনিয়ায় নিজের ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, তিনি ছোট শ্রেয়ার অপেক্ষায় রয়েছে। গায়িকার কোলে আসুক এক ফুটফুটে কন্যা সন্তান, এমনটাই আশা শ্রেয়ার। বর্তমানে কাজ থেকে খানিক ছুটির পালা। লকডাউনের পরও বেশ কিছু কাজ করেছেন শ্রেয়া। তবে বছর ঘুরতেই সুসংবাদ শোনালেন তিনি। 

 

 

পরিবার এবার দুই থেকে তিনের পথে। বেশ খানিক চেহারাতে পরিবর্তন এসেছে শ্রেয়ার। লুক গিয়েছে খানিক বদলে। ভারী হয়েছে শরীর, চোখে মুখে মা হওয়ার আনন্দ ও তৃপ্তীই এদিন ধরা পড়ল শ্রেয়ার লুকে। সুখবর শোনা মাত্রই বেজায় খুশ ভক্তমহল। এখন কেবল অপেক্ষায় দিন গোনার পালা। 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা