দিল বেচারা মুক্তির পরই তারকাদের পোস্টের ঝড়, কী বলছে সেলেব মহল

Published : Jul 25, 2020, 01:12 PM IST
দিল বেচারা মুক্তির পরই তারকাদের পোস্টের ঝড়, কী বলছে সেলেব মহল

সংক্ষিপ্ত

হটস্টারে মুক্তির পরই পোস্টে ঝড়  নেট দুনিয়ায় একের পর এক তারকার পোস্ট ভাইরাল  সুশান্তের ছবি দেখার স্ক্রিনশট শেয়ার  আবেগে ভাসল নেটপাড়া

২৪ জুলাই মুক্তি পায় সুশান্তের শেষ ছবি দিল বেচারা। ছবির মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় ওঠে নয়া ঝড়। সুশান্তের শেষ ছবি সকলে এক সঙ্গে দেখার শপথও নেয় সকলে। এদিন গোটা দেশ বোধহয় রাত জেগে খুুঁজে ফিরেছে সুশান্তকে। বাদ পড়েনি সেলেব দুনিয়াও। একের পর একগ পোস্টে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। তারকাদের চোখে তারকা এদিন আরও একবার মৃত্যু যন্ত্রণায় কাঁদিয়ে গেলেন। 

 

অভিনেত্রী শ্রিয়া সোশ্যাল মিডিয়ায় পোসট করে লেখেন বেশ কিছু দৃশ্য আছে ছবিতে যা দেখা সত্যি বড় কঠিন। 

 

এটা সেলিব্রেশনের সময়, পপকর্ন হাতে দিল বেচারা দেখতে বসে পোস্ট করলেন রিতেশ দেশমুখ। 

 

রিতেশের সঙ্গেই দিল বেচারাতে নজর জেনেলিয়ার। তিনিও ছবি দেখতার সময় সোশ্যাল মিডিয়ায় দিলেন পোস্ট। 

 

 

দিল বেচারা মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উর্বশী রাউটেল্লা। সকলের মত সেলেব মহলও যে এদিন দিল বেচারাতে নজর দিলেন, তার প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

 

দিল বেচারা মুক্তির পর পোস্ট করেন স্বরা ভাস্কর। তিনি ছবি দেখার কথা বলেন, ভালোবাসা ও পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার কথাও মনে করিয়ে দেন ভক্তদের। কেবল তারকারাই নয়, ভক্তদের পোস্টেও এদিন ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?