বলিউডে কেরিয়ার তৈরি করতে চান, অভিনেতা হতে চান, সোনু সুদ দিলেন মোক্ষম টিপস

Published : Apr 13, 2021, 07:57 PM IST
বলিউডে কেরিয়ার তৈরি করতে চান, অভিনেতা হতে চান, সোনু সুদ দিলেন মোক্ষম টিপস

সংক্ষিপ্ত

এ কী কাণ্ড ঘটালেন সোনু  যাকে বলে ওলরাউন্ডার  মুহূর্তে ভাইরাল ভিডিও  সঙ্গে দিলেন কী উপদেশ 

২০২০ সাল সোনু সুদকে চিনিয়েছে নতুন করে। একের পর এক তারকা যখন করোনার কোপে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যথা সম্ভব সাধ্য অনুযায়ী, ঠিক সেই কঠিন সময়ই রাস্তায় নেমে সাধারণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। তখন চাকরী, কখনও সুদূরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকের পরিত্রাতা। এটাই পরিচয় হয়ে ওঠে সোনু সুদের। সাধারণ তাঁকে ভগবান বলে মানতে থাকে। 

আরও পড়ন- গায়ের রঙ, চুলের স্টাইল নিয়ে কটাক্ষ, প্রথমসারির সুপারস্টারদের সঙ্গে টক্কর দিতে ঘাম ঝড়েছিল অজয়ের 

তবে সবটাই  যে গুরুগম্ভীর এমনটা নয়। মাঝে মধ্যেই তিনি নানা মজার পোস্ট করে নজর কাড়েন নেট দুনিয়ায়। তবে এবার যা ঘটালেন, তা বেজায় তাক লাগালো সকলকে। সোনু সুদ, সব কাজই যেন তার কাজে বাঁহাতের খেল। এমন কি রান্নাটাও। অনেকেই অভিনেতা হওয়ার আসায় বিটাউনে আসেন। তাঁরা কি কখনও প্রযেজকের স্বার্থের কথা ভাবেন! বা ঠিক কেমন চরিত্রের অভিনেতা পেলে বেজায় খুশি হবেন প্রযোজক!

 

 

তার উদাহরণ সরূপ ডেমো দিলেন সোনু। দিব্যি হাতে গরম তৈরি করলেন ধোসা। সেটে নিজের ধোসা নিজেই বানালেন। আবার সেখালেনও। বললেন, সেটে যদি কেউ নিজের খাবার নিজেই তৈরি করে খায়, তবে অনেক বেশি আর্থিক সাশ্রয় হয় প্রযোজকের। ভিডিও শেয়ার করতেই তা নজর কাড়ল নেট দুনিয়ার। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য