পরিযায়ী শ্রমিকদের বার্তা সোনু সুদের জন্য, আবেগঘন হয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা

  • পরিযায়ী শ্রমিকদের জন্য অসম্ভব পরিশ্রম
  • লকডাউনের মাঝে বাড়ি ফিরিয়েছেন অগণিত মানুষদের
  • এই প্রথম পরিযায়ী শ্রমিকদের থেকে সোনু সুদের জন্য এল বিশেষ বার্তা
  • আবেগঘন হয়ে কেঁদে ফেললেন অভিনেতা

মায়ের কাছে ফিরিয়েছেন ছেলেকে। মেয়ের পড়াশোনার জন্য নিজের সাধের ফোন বিক্রি করেছিলেন এক বাবা। তাঁকেও ফোন কিনে দিয়েছেন সোনু সুদ। সাহায্য করেছেন অগণিত পরিযায়ী শ্রমিককে। মুম্বইতে আটকে থাকা শ্রমিকদের নিজের বাড়ি ফিরতে সাহায্য করেছেন তিনিও। আজও পর্যন্ত অসংখ্য মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন তিনি। খুলেছেন একটি হেল্পলাইন নম্বরও। যার মাধ্যমে তিনি প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছেন বিশেষ বার্তা। কেউ কোনও সমস্যায় পড়লে বিনাদ্বিধায়  এই নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ কর তে পারেন। 

আরও পড়ুনঃসুশান্তের বাড়িতে থেকেই সিদ্ধার্থ-রিয়ার অবৈধ সম্পর্ক, অভিনেতার অজান্তেই ঘটেছিল নানা কাণ্ড

Latest Videos

বলিউয়ের রিল হিরো যে এভাবে রিয়েল হিরো হয়ে উঠতে পারেন তা ভাবেনি তিনি নিজেও হয়তো কখনও ভাবেননি। যেখানে আর পাঁচজন তারকার বাড়ির মধ্যেই থেকে নানা ভাবে আর্থিক সাহায্য করে দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন। সেখানেই করোনার প্রকোপেও নিজে রাস্তায় নেমে অগণিত পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়ে ব্যক্তিগত ভাবে সুদের এই অবদানের জন্য তাঁর কাছে আজও কৃতজ্ঞ দেশবাসী। সম্প্রতি কাপিল শর্মা শো-তে শ্রমিকদের তরফ থেকে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে সোনু সুদের জন্য।

আরও পড়ুনঃসুশান্তকে হাই ডোজের ওষুধ খাওয়াতেন রিয়া, ঘরবন্দি করে তাঁর বাড়িতেই পার্টি করতেন নায়িকা সহ তাঁর পরিবার

 

যা দেখে আবেগঘন হয় চোখের জল ধরে রাখতে পারলেন না সোনু সুদ। জনা কয়েক পরিযায়ী শ্রমিক তাঁকে মন ভরে শুভেচ্ছা জানালেন এবং আশীর্বাদ করলেন। লকডাউনের জেরে বিনোদন জগতে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত শ্যুটিং। সমস্ত নিয়মাবলী মেনেই ফের সেই পুরনো ছন্দে ফিরতে শুরু হল কপিল শর্মা শো। লকডাউন ব্রেকের পর অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে এলেন সোনু সুদ। যেখানে তাঁর জন্যই বিশেষ উপহার প্রস্তুত করে রেখেছিলেন কপিল শর্মা।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts