অবস্থা অত্যন্ত গুরুতর বালাসুব্রমণিয়ম-এর, দিতে হয়েছে সর্বাধিক 'লাইফ সাপোর্ট'

এসপি বালাসুব্রমণিয়মের স্বাস্থ্যের অবস্থা গুরুতর

তাঁকে সর্বাধিক লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে

গায়ককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছেন

হাসপাতালের রাতের বুলেটিন চিন্তা বাড়ালো অনুরাগীদের

amartya lahiri | Published : Sep 24, 2020 3:16 PM IST / Updated: Sep 24 2020, 08:48 PM IST

গত ২৪ ঘন্টায় প্রখ্যাত গায়ক এসপি বালাসুব্রমণিয়মের স্বাস্থ্যের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তাঁর অবস্থা এই মুহূর্তে অত্যন্ত গুরুতর তাঁকে এখন সর্বাধিক লাইফ সাপোর্ট দিতে হয়েছে বলে বৃহস্পতিবার রাতের বুলেটিনে জানিয়েছেন তাঁর চিকিত্সকরা। গায়ককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে অবশ্য এসপিবির স্বাস্থের উন্নতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক আসার পরে গত ৫ আগস্ট এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এসপিবি-কে। তারপর হাসপাতাল থেকে নিজের সুস্থতার খবর দিয়ে গায়ক একটি ভিডিও পোস্ট করেছিলেন। ১৩ অগাস্ট তাঁর অবস্থার অবনতি ঘটে। তারপর তাঁকে ভেন্টিলেটর এবং একমো-র সহায়তা দেওয়া হয়েছিল।

গত ২২ সেপ্টেম্বরই তাঁর পুত্র এসপি চরণ তাঁর বাবার স্বাস্থ্যের অবস্থার আপডেট দিয়ে টুইটারে বলেছিলেন, তাঁর বাবার অবস্থা আরও ভাল হয়েছে। জানিয়েছিলেন, একমো/ভেন্টিলেটর লাগছে না, ফিজিও থেরাপি চলছে। তরল খাদ্য গ্রহণ করেছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল ছেড়ে চলে যেতে আগ্রহী ছিলেন গায়ক বলে জানিয়েছিলেন পুত্র। কিন্তু আচমকাই ২২ সেপ্টেম্বর রাত থেকে তাঁর অবস্থার ফের অবনতি হয়।

 

Share this article
click me!