টাইগার-আলিয়া রসায়নে মুহুর্তে এক কোটি ভিউ, পর্দায় ফিরল সানায়া চার্ম

সাত বছর আগে করন জোহারের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন  আলিয়া ভাট। পুনরায় সেই ছবির দ্বিতীয় খণ্ড এবার গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে নজির গড়ল সানায়া।

সানায়া, স্টুডেন্ড অব দ্য ইয়ার ছবির মূল চরিত্র, ক্লাসি, স্মার্ট, সকলের নজরের কেন্দ্রবিন্দু হয়ে পর্দায় প্রথম ধরা দিয়েছিল মহেশ কন্যা আলিয়া ভাট। করন জোহার পরিচালিত ২০১২ সালের এই ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রেখে ছিল বর্তমান প্রজন্মের অপর দুই সুপার্স্টারও, বরুন ধওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা। এরপর কেটে গেছে সাত বছর। পুনরায় করন জোহার হাতে নেন স্টুডেন্ট অব দ্য ইয়ার ২-এর প্রযোজনার ভার। সেখানেই পুরোনো স্মৃতিকে তরতাজা করে আবারও দর্শকের মধ্যে ঝড় তোলা পারফর্মে গেস্ট অ্যাপিয়ারেন্স দিল সানায়া, তথা আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়াতে এই ছবির হুক আপ গানটি মুক্তি পাওয়ার পরই তার ভিউ ছাড়ালো এক কোটি। নেহা কক্করের গলায় বিশাল শেখরের এই গানটিতে টাইগার শ্রফের বিপরীতে আলিয়ার নাচ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে।

স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি পরিচালনা করেছিলেন করন জোহার, যার মাধ্যমে বলিউডকে উপহার দিয়েছিলেন তিন নতুন মুখ। যদিও এবার করনের ভুমিকা প্রযোজনা, তবুও ব্যতিক্রম ঘটবে না সে পন্থার। নতুন দুটি মুখ আবারও আসতে চলেছে বলিউডে, তারা হলেন সুতারিয়া ও অনন্যা পাণ্ডে। ত্রিকোণ প্রেমের এই গল্পে মূল চরিত্রে রয়েছেন টাইগার শ্রফ।

Latest Videos

১০ই মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্টুডেন্ট অব দ্য ইয়ার ২। তবে এই গানটি দেখার পর হয়তো অনেকেই ছবিতে সানায়ার অনুপস্থিতিতে নিরাশ হবেন ঠিকই, তবে  নতুন দুই তারকা ও টাইগার শ্রফের পর্দার রসায়নে ছবিটির নতুন মাইলেজও তৈরি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today