স্বামী-কে হাতকড়া পরালেন সানি লিওন, মুহূর্তে ভাইরাল ভিডিও

  • স্বামী ড্যানিয়েলের সঙ্গে হ্যান্ডকাফ চ্যালেঞ্জে ভাইরাল হয়েছেন সানি
  • স্বামী ড্যানিয়েলের হাতে হ্যান্ডকাফ পরিয়ে  জিমে কসরত করাচ্ছেন সানি
  • ব্যাকগ্রাউন্ডে চলছে টম ওয়াকারের জাস্ট ইউ অ্যান্ড আই গানটি
  • সেই গানের তালে সানির অর্ডার মতো চলছে ড্যানিয়েলের ওয়র্কআউট

সানি লিওন সম্প্রতি কিছুদিন ধরেই পরিবার নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন।  মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের নিয়েই বেশিরভাগ ছবি  শেয়ার করেন। তবে এবার হট লুকে নয়, স্বামী ড্যানিয়েলের সঙ্গে 'হ্যান্ডকাফ চ্যালেঞ্জে' ভাইরাল হয়েছেন সানি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

আরও পড়ুন-দাবাং স্টাইলে বাইক চালাচ্ছেন সোনাক্ষি, বুলেটের গতিতে ভাইরাল ছবি...

Latest Videos

বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি  একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সানির। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। স্বামী ড্যানিয়েলের হাতে হ্যান্ডকাফ পরিয়ে  জিমে কসরত করাচ্ছেন সানি। দেখে নিন ভিডিওটি।

 

 

রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেরও নানা মুহূর্ত শেয়ার করে  সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন অভিনেত্রী। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে নানা ধরনের খুনসুটিতেও মেতে ওঠেন অভিনেত্রী। আর এইবারও এরকমই একটি কান্ড ঘটিয়েছেন সানি। ড্যানিয়েলের হাতে হ্যান্ডকাফ পরিয়ে কার্ডিও করালেন সানি। ভিডিওটিতে দেখা গেছে,  ব্যাকগ্রাউন্ডে চলছে টম ওয়াকারের 'জাস্ট ইউ অ্যান্ড আই' গানটি। আর সেই গানের তালে সানির অর্ডার মতো চলছে ড্যানিয়েলের ওয়র্কআউট।  মুহূর্তের মধ্যে রকেটের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিটি। লাইক, শেয়ার হতেও সময় নেয়নি এই ভিডিও। তার উপর সানি লিওন। নামটা শুনলেই বুকের ভিতরটা যেন কেমন চিনচিন করে ওঠে। তার শরীরী বিহঙ্গে কাত আট থেকে অষ্টাদশী। ইনস্টাগ্রাম, টুইটার ঘাটলেই তার প্রমাণ মেলে। বি-টাউনে ইতিমধ্যেই নিজের একটি আলাদা জগত তৈরি করে ফেলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari