সিবিআই তদন্তে সিলমোহর সুপ্রিম কোর্টের, সুশান্ত মামলায় বড় জয়

Published : Aug 19, 2020, 11:25 AM ISTUpdated : Aug 19, 2020, 11:46 AM IST
সিবিআই তদন্তে সিলমোহর সুপ্রিম কোর্টের, সুশান্ত মামলায় বড় জয়

সংক্ষিপ্ত

হাসি ফিরল পরিবারের মুখে  অবশেষে রায় ঘোষণা করল শীর্য আদালত মাঠে নামছে সিবিআই সোশ্যাল মিডিয়ায় পোস্টে নয়া ঝড় 

বড় জয়। সুশান্ত সিং রাজপুতের কেসে এবার বড় ঘোষণা। এদীর্ঘ দিনের ভক্তদের মনের আশা পূরণ। আত্মহত্যা না খুন, কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার। তা জানার জন্য প্রথম থেকেই সিবিআই তদন্তের ডাক তুলেছিল গোটা নেটজনতা। পরিবারেরও ছিল একই ইচ্ছে। বিহার সরকারের অনুমোদনে তা পৌঁচ্ছে যায় শীর্ষ আদালতে। সায় ছিল কেন্দ্রিয় সরকারেরও। এবার সেই রায়ে বড় ঘোষণা। 

 

 

বুধবার সকাল ১১টাতেই শীর্ষ আদালত থেকে ঘোষণা। সিবিআই নামছে তদন্তে। কয়েকদিন আগেও েই নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার সত্যি সামনে আসবে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকাদের পোস্ট। মুহূর্তে ঝড় ওঠে সুশান্ত ভক্তদের মনে। পরিবারের সদস্যরাও সন্তুষ্ট। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের দিদি পোস্ট করে জানান জয়ের খবর। পাশাপাশি পোস্ট করেন অনুপম খেরও। 

 

 

সিবিআই মুম্বই পুলিশের সহযোগিতাতেই চালাবে তদন্ত। বিজয় মালিয়ার কেস দেখেছে যে টিম, তারাই নামছে তদন্তে। গত ২৫ দিনে সুশান্ত সিং রাজপুতের কেসে একাধিক নয়া ঝড় উঠেছে। য়া বর্তমানে মানুষের মনে সৃষ্টি করেছে প্রশ্ন। অভিনেতার মৃত্যুর দুই মাস চার দিনের মাথায় সিবিআই তদন্তের দাবিতে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

জাভেদ আখতারের মন্তব্যে কড়া জবাব দিলেন সোনু নিগম, ফের জোরদার 'সন্দেশে আতে হ্যায়' বিতর্ক
আইকনিক চরিত্র ফিরিয়ে দিয়ে অনুতপ্ত এই বলিউড অভিনেত্রীরা