সিবিআই তদন্তে সিলমোহর সুপ্রিম কোর্টের, সুশান্ত মামলায় বড় জয়

  • হাসি ফিরল পরিবারের মুখে 
  • অবশেষে রায় ঘোষণা করল শীর্য আদালত
  • মাঠে নামছে সিবিআই
  • সোশ্যাল মিডিয়ায় পোস্টে নয়া ঝড় 

বড় জয়। সুশান্ত সিং রাজপুতের কেসে এবার বড় ঘোষণা। এদীর্ঘ দিনের ভক্তদের মনের আশা পূরণ। আত্মহত্যা না খুন, কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার। তা জানার জন্য প্রথম থেকেই সিবিআই তদন্তের ডাক তুলেছিল গোটা নেটজনতা। পরিবারেরও ছিল একই ইচ্ছে। বিহার সরকারের অনুমোদনে তা পৌঁচ্ছে যায় শীর্ষ আদালতে। সায় ছিল কেন্দ্রিয় সরকারেরও। এবার সেই রায়ে বড় ঘোষণা। 

 

Latest Videos

 

বুধবার সকাল ১১টাতেই শীর্ষ আদালত থেকে ঘোষণা। সিবিআই নামছে তদন্তে। কয়েকদিন আগেও েই নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার সত্যি সামনে আসবে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকাদের পোস্ট। মুহূর্তে ঝড় ওঠে সুশান্ত ভক্তদের মনে। পরিবারের সদস্যরাও সন্তুষ্ট। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের দিদি পোস্ট করে জানান জয়ের খবর। পাশাপাশি পোস্ট করেন অনুপম খেরও। 

 

 

সিবিআই মুম্বই পুলিশের সহযোগিতাতেই চালাবে তদন্ত। বিজয় মালিয়ার কেস দেখেছে যে টিম, তারাই নামছে তদন্তে। গত ২৫ দিনে সুশান্ত সিং রাজপুতের কেসে একাধিক নয়া ঝড় উঠেছে। য়া বর্তমানে মানুষের মনে সৃষ্টি করেছে প্রশ্ন। অভিনেতার মৃত্যুর দুই মাস চার দিনের মাথায় সিবিআই তদন্তের দাবিতে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। 

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি