সেক্স যেন জলভাত, ৪৫০০ কোটি টাকা সম্পত্তির লোভেই কি ললিতের সঙ্গে প্রেম, সুস্মিতার আয় কত জানেন?

বর্তমান সময়ের ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা, শুধু তাই নয় তিন সন্তানের বাবাও । লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে রয়েছে পলাতকের তকমা।  তবে এই বয়সে এসে,আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কিসের জাদুতে সুস্মিতার মন জিতলেন তা নিয়েও চর্চার শেষ নেই নেটপাড়ায়। তবে নেটপাড়ার একাংশের দাবি, টাকা দিয়ে সবকিছুকেই জেতা যায়। তবে কি ললিত মোদীর টাকার লোভেই প্রেম করেছন সুস্মিতা সেন, তেমনটাই দাবি করছেন একাংশ। ইতিমধ্যেই একগুচ্ছ মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যার জেরে কটাক্ষের  মুখে পড়েছেন সুস্মিতা। জানা গিয়েছে, ৪৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক ললিত মোদি। সেই টাকার লোভেই নাকি প্রেমে পড়েছেন দুই সন্তানের মা তথা প্রাক্তন বিশ্বসুন্দরী। 


ললিত মোদী ৫৬ এবং সুস্মিতা সেন ৪৬। একজন প্রায় ৬০-এর কোটায় আর অন্যজন ৫০ -এর কোটায়। এই বয়সে জীবনে প্রেম এসে তার পরিণতি যে কী হতে পারে তা ললিতকে না দেখলে বিশ্বাস হবে না। সুস্মিতাকে কাছে পেয়ে যেন পাগল হয়ে গিয়েছেন ললিত মোদী। বয়স যে নিছক একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বলি তারকারা। প্রেম সব বয়সেই আসতে পারে, আসলে প্রেমের কোনও বয়স হয় না,তা যেন  ললিত ও সুস্মিতা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুস্মিতার সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠতা নতুন কোনও বিষয় নয়। কারণ, সুস্মিতা যখন তাঁর অল্পবয়সে খ্যাতির চূড়ান্ত শিখরে তখন ললিত মোদী ভারতের ক্রিকেট ময়দানের কর্মকর্তাদের বাদশা। একসময়কার বিজনেস টাইকুন, এবং পলাতক ললিত মোদীর জীবন যেন বর্ণময়। দেশও ছাড়তে হয়েছে আর্থিক তছরূপের দায়। 

বর্তমান সময়ের ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা, শুধু তাই নয় তিন সন্তানের বাবাও । লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে রয়েছে পলাতকের তকমা।  তবে এই বয়সে এসে,আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কিসের জাদুতে সুস্মিতার মন জিতলেন তা নিয়েও চর্চার শেষ নেই নেটপাড়ায়। তবে নেটপাড়ার একাংশের দাবি, টাকা দিয়ে সবকিছুকেই জেতা যায়। তবে কি ললিত মোদীর টাকার লোভেই প্রেম করেছন সুস্মিতা সেন, তেমনটাই দাবি করছেন একাংশ। ইতিমধ্যেই একগুচ্ছ মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যার জেরে কটাক্ষের  মুখে পড়েছেন সুস্মিতা। জানা গিয়েছে, ৪৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক ললিত মোদি। সেই টাকার লোভেই নাকি প্রেমে পড়েছেন দুই সন্তানের মা তথা প্রাক্তন বিশ্বসুন্দরী। 

Latest Videos

 

 

বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি, বরং ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের । গত কয়েক বছর ধরেই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সুস্মিতা সেন। সংবাদামাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও বছরে ৯ কোটি টাকা রোজগার করেন সুস্মিতা সেন। এবং তার মাসিক আয় ৬০ লক্ষ টাকা। এবং তার সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা।  মুম্বইয়ের ভারসোভাতে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন সুস্মিতা। এছাড়াও ছবি পিছু অভিনেত্রীর পারিশ্রমিক ৩-৪ কোটি টাকা। বিজ্ঞাপনের জন্য দেড় কোটি টাকা পান সুস্মিতা সেন।1

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari