
বায়োপিক নিয়ে বরাবরই ঝুঁকেছেন পরিচালকরা। ধোনির বায়োপিক সুপারহিট হওয়ার পরই বায়োপিকে মন দিয়েছেন পরিচালকরা। সেই দলে এবার চলে এসেছেব ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ। ছবির পোস্টার দেখে বোঝা দায় এ মিতালি না তাপসী। ছবির পোস্টারে তাক লাগিয়ে দিয়েছিলেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। দেখতে হুবহু মিতালির মতো, মাথায় হ্যাট, গায়ে জার্সি পরে ব্যাট হাতে নিয়ে পোজ দিয়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন তাপসী (Taapsee Pannu) । ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক 'সাবাশ মিঠু'র নিয়ে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই। বহু প্রতীক্ষিত ছবি 'সাবাশ মিঠু'র প্রথম লুকেই যেভাবে ঝড় তুলেছেন তাপসী তা আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি 'সাবাশ মিঠু'র (Shabaash Mithu) টিজার । হাতে ব্যাট, প্যাড, হেলমেট, গ্লাভস, ভারতের জার্সি চড়িয়ে মাঠে নেমেছেন অভিনেত্রী। ব্যাট হাতে ২২ গজে শাসন করতে নেমে পড়েছেন মিতালি রাজ ওরফে তাপসী পান্নু (Taapsee Pannu)। ঠিক কতটা ২২ গজে তার রাজত্ব সেটাই ফুটে উঠেছে ছবির টিজারে। ছবির পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji) নিজের ইনস্টাগ্রামে ছবির টিজার শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-লো নেকে বেরিয়ে স্তনের একাংশ, 'বেবিবাম্প' ধরে স্বামীর কোলে শুয়ে অন্তরঙ্গতায় মজে সোনম কাপুর
আরও পড়ুন-বক্ষের খাঁজ বার করে হট পোজ, কার্ভি কোমরে নেটদুনিয়ায় আগুন ধরালেন 'বঙ্গতনয়া' মৌনি
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজের জীবনী নিয়ে আসতে চলেছে এই ছবি। মিতালির চরিত্রে যে ধামাকাদার অভিনয় করতে চলেছেন তাপসী (Taapsee Pannu), তা টিজারেই ধরা পড়েছে। একের পর এক ছবি করে ইতিমধ্যেই বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় রয়েছেন তাপসী পান্নু । সম্প্রতি ছবির টিজারে রেকর্ড গড়েছেন তাপসী। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মোট ৪ টি বিশ্বকাপ খেলেছে এবং পরপর ৭ টি আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটের প্রতিটি ম্যাচে অর্ধ শতরান করেছে। শুধু তাই নয়, সবচেয়ে কমবয়সী হিসেবে ২০০ রানের রেকর্ড গড়েছেন টেস্টে। এখানেই শেষ নয়, ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটেও মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। এই মিতালি রাজের জীবনের চড়াই-উতরাইও পুরো ছবিতে তুলে ধরা হবে। নিজের বায়োপিক নিয়েও বেশ উচ্ছ্বসিত মিতালি। নিজের পেশা নিয়েও আশাবাদী মিতালি। অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে একটা জায়গাটা পাকিয়ে নিয়েছেন। একের পর এক ছবিতে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেই চলেছেন তাপসী। তার ব্যতিক্রমী অভিনয় তাকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে। কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট কোনও চরিত্র- সবেতেই তিনি সাবলীল। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তাপসী। তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। তবে এইবারের চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং তাপসীর কাছে। কীভাবে একজন মেয়ের অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখেন সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।