বন্দুক হাতে কঙ্গনা রানওয়াত, আগামী ছবির টিজার মুক্তির পরই ভাইলার নেট দুনিয়ায়

Published : Aug 09, 2019, 05:50 PM IST
বন্দুক হাতে কঙ্গনা রানওয়াত, আগামী ছবির টিজার মুক্তির পরই ভাইলার নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

অ্যাকশন ছবিতে কঙ্গনা রানওয়াত প্রকাশ্যে ধকড় ছবির টিজার  লড়াকু কঙ্গনা রানওয়াতের লুকে বাজিমাত ভাইরাল ছবির টিজার 

জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির প্রচার চলাকালিনই অভিনেত্রী প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তাঁর আগামী ছবির খবর। সেই ছবিকে ঘিরেই দর্শকদের মধ্যে কৌতুহল ছিল তুঙ্গে। ভিন্ন লুকে কঙ্গনা রানওয়াত, ছবির নাম ধড়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল সেই লুক। এবার প্রকাশ্যে এল সেই ছবির টিজার।

আরও পড়ুনঃ সেরা অভিনেতা থেকে সেরা গায়ক, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের তালিকায় ভরপুর বিটাউন

বন্দুক হাতে কঙ্গনা রানওয়াত। চোখে-মুক্তে প্রতিশোধের খিদে। অনবদ্য গ্রাফিক্সের কাজ, এযেন এক মৃত্যুপুরী, কয়েকঝলকে নজরে এল কঙ্গনা রানওয়াত। অনবদ্য চরিত্রের ভারসাম্য, একদিকে যেমন সাহসী তেমনই অন্যদিকে তার উপস্থাপনার দাপট। ছবির মানকে যেন আরও এক কদম এদিয়ে দিল। 

 

 

মূলত নারী কেন্দ্রিক ছবিতেই অভিনয় করতে পছন্দ করেন কঙ্গনা রানওয়াত। একের পর এক নারী কেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে বলিউডে। এর আগে দর্শক নারী কেন্দ্রিক ছবিতে পেয়েছিল কঙ্কনা রানওয়াতকে বেশ কয়েকবার। যার মধ্যে অন্যতম ছিল মনিকর্ণিকা। সেই ছবিতে পরিচালনারও কাজ করেছিলেন তিনি। এবার হালকা মেজাজের এক ছবি জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির কাজ করার পর আবারও এক গুরুত্বপূর্ণ ছবির চিত্রনাট্য হাতে তুলেনিলেন তিনি। যেখান প্রথম অ্যাকশন ছবিতে কেন্দ্রিয় চরিত্রে দেখা তাকে।

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে