মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করলেন টেলি অভিনেত্রী প্রেক্ষা, ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

  • লকডাউনের মধ্যে আত্মহত্যা করে বসলেন টেলি অভিনেত্রী প্রেক্ষা মেহতা
  • সদ্য নিজের দেশে ফিরেছিলেন মুম্বই থেকে
  • প্রেক্ষার বয়স মাত্র ২৫
  • পরিবারের লোকজনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন

ক্রাইম পেট্রল, মেরি দূর্গা, লালা ইশ্কের মত ধারাবাহিকগুলিতে অভিনয় করতেন প্রেক্ষা মেহতা। হঠাৎই নিজের দেশের বাড়ি ফিরে আত্মহত্যআ করে বসলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৫। পরিবারের সদস্যরাই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। হরিনগরের থানার ইন চার্জ রাজীব ভাদুরিয়া জানিয়েছেন মানসিক অবসাদই আত্মহত্যার কারণ। আত্মহত্যা করার আগে চিঠিতে এমনটাই লিখে গিয়েছিলেন প্রেক্ষা। 

পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন হতাশায় ভুগতেন প্রেক্ষা, সেখান থেকেই মানসিক অবসাদ। রাজীব ভাদুরিয়া আরও জানান, তারা প্রথমদিকে তদন্তের সময় চিঠিটি পেয়েছেন। চিঠির উপর ভিত্তি করেই তাদের বিশ্বাস মানসিক অবসাদই একমাত্র কারণ। যদিও তদন্ত এখনও চলবে বলেই জানিয়ে দিয়েছেন তারা। পোস্ট মোর্টেমে পাঠানো হয়েছে তাঁর দেহ। পোস্ট মোর্টেমের রিপোর্ট এলে হয়তো অন্য কিছুও ধরা পড়তে পারে বলে জানিয়েছেন ভাদুরিয়া। 

Latest Videos

নিজের ইনস্টাগ্রামে একটি অদ্ভুত পোস্টও করেছিলেন প্রেক্ষা। যেখানে উনি লিখেছিলেন, সবথেকে খারাপ লাগে যখন স্বপ্নটাই মারা যায়। যদিও যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে তা আদৌ প্রেক্ষার ভেরিফাইড প্রোফাইল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, দিন কতক আগে অভিনেতা মনমীত গ্রেওয়ালও লকডাউনের জেরে অর্থকষ্টে আত্মহত্যা করেন। বহু হামারি সিল্কের অভিনেত্রী চাহাত পান্ডেও লকডাউনে উপার্জন না থাকার দরুণ একাধিকবার আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন।

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News