ভিড়ে অস্বস্তিতে দিশা! নায়িকাকে আগলে উদ্ধার করলেন টাইগার

swaralipi dasgupta |  
Published : Jun 18, 2019, 01:57 PM IST
ভিড়ে অস্বস্তিতে দিশা! নায়িকাকে আগলে উদ্ধার করলেন টাইগার

সংক্ষিপ্ত

এম এস ধোনি ছবিতে অভিনয় করার পর থেকেই দিশা পটানির ভক্তের সংখ্যা অগুন্তি  দিশা প্রায়ই ফিটনস ও ফ্যাশন নিয়েও বেশ কিছু ছবি পোস্ট করেন  সেগুলিতেও মুগ্ধ নেটিজেনরা। কিন্তু এবার সেই খ্য়াতির বিড়ম্বনাতেই পড়তে হল দিশাকে  

এম এস ধোনি ছবিতে অভিনয় করার পর থেকেই দিশা পটানির ভক্তের সংখ্যা অগুন্তি। দিশা প্রায়ই ফিটনস ও ফ্যাশন নিয়েও বেশ কিছু ছবি পোস্ট করেন। সেগুলিতেও মুগ্ধ নেটিজেনরা। কিন্তু এবার সেই খ্য়াতির বিড়ম্বনাতেই পড়তে হল দিশাকে। 

সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার একটি  রেস্তোরাঁয় যান দিশা পটানি। সঙ্গী ছিলেন টাইগার শ্রফ। রেস্তোরাঁ থেকে বেরোতেই দিশাকে ছেঁকে ধরেন তাঁর ভক্তরা। ভিড়ের মধ্য়ে বেশ অস্বস্তিতে পড়তে হয় নায়িকাকে। সঙ্গে দিশার  দেহরক্ষীরা ছিলেন। কিন্তু তা-ও দিশাকে বাঁচাতে ভিডে়র মধ্যে ঝাঁপিয়ে পড়েন খোদ টাইগার। সেখান থেকে দিশাকে আগলে উদ্ধার করেন নিজেই টাইগার। ভক্তদের সঙ্গে যথাযথ দূরত্ব রেখে গাড়ি পর্যন্ত টাইগার শ্রফই দিশাকে নিয়ে যান। 

এদিন দিশা একটি হালকা সবুজ রংয়ের পোলকা ডট পোশাক পরেছিলেন। সঙ্গে মানানসই ব্লো ড্রাই করা চুলে সব সময়ের মতোই সুন্দর লাগছিল তাঁকে। বলিউডে প্রায়ই কানাঘুষো শোনা যায় দিশা ও টাইগার ডেট করছেন। যদিও তাঁরা এই বিষয় কোনও দিন মুখ খোলেননি। 

প্রসঙ্গত বান্দ্রার এই রেস্তোরাঁয় প্রায়ই আসেন টাইগার ও দিশা। তাই ভক্তরা দিশার সান্নিধ্য পেতে এদিন সুযোগ ছাড়েননি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য
Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?