গানের দুনিয়ায় ঝড় তুলছেন টাইগার, বন্ধ ঘরে কীভাবে নিজেকে তৈরি করেন, খোলসা সেই রহস্য

Published : Jan 20, 2021, 08:53 AM IST
গানের দুনিয়ায় ঝড় তুলছেন টাইগার, বন্ধ ঘরে কীভাবে নিজেকে তৈরি করেন, খোলসা সেই রহস্য

সংক্ষিপ্ত

ক্যাসিনোভা লুকে ভাইরাল টাইগার  কীভাবে নিজেকে তৈরি করেছেন সুপারস্টার  শেয়ার করলেন সেই গোপন ভিডিও  মুহূর্তে ভাইরাল হয়ে উঠলেন টাইগার

টাইগার শ্রফ, এক কথায় বলতে গেলে বলিউডের এক বিগ প্যাকেজ। টাইগার ফ্রেমে থাকা মানেই কোথাও যেন একই সঙ্গে অভিনয়, অ্যাকশন, নাচ ও গানের দুনিয়ায় ঝড়। এভাবেই নিজেকে তৈরি করে বলিউডে নিজের পসার বাড়িয়ে চলেছেন টাইগার শ্রফ। লকডাউনে এক নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিয়েছেন তিনি। টািগারের গলা এত সুন্দর! মুহূর্তে অবাক হয়েছিল সকলেই। 

আরও পড়ুন- বিতর্কে জেরবার নুসরত, কর্ম নিয়ে সরব নিখিল, কঠিন পরিস্থিতি কীভাবে গ্রহণ সামলাচ্ছেন নুসরত-নিখিল জুটি

২০২০ সালেই মুক্তি পেয়েছিল টাইগারের নতুন গানের অ্যালবাম। সেই গানেই বুঁদ হয়ে রয়েছে বর্তমানে নেটবাসী। কয়েকদিন যেতে না যেতেই আবার ক্যাসিনোভা লুকে ধরা দিয়েছিলেন টাইগার। পর্দায় স্মার্ট লুক থেকে শুরু করে, স্টানিং গলা, মুহূর্তে ঝড় তুলতে যথেষ্ট। কিন্তু কীভাবে নিজেকে তৈরি করলেন টাইগার, না কোনও অ্যাকশন হিরো সুপার স্টার নয়, কেবল এক ছোট্ট ছাত্রর মতোই মনোনিবেশ করেছেন টাইগার গানে। 

 

 

শিক্ষিকার সঙ্গে চলছে গানের চর্চা। তাঁর গানে গানেই গলা মিলিয়ে লক্ষ্মী ছেলের মত রেওয়াজ করছেন টাইগার। এ যেন অভিনেত্রী এক অন্য লুক। প্রস্তুতির সেই ভিডিওর ঝলকই সোশ্যাল মিডিয়ায় ভক্দদের উপহার দিলেন টাইগার শ্রফ। শেয়ার করা মাত্রই তা সকলের নজর কাড়ল। কীভাবে তিনি হিয়ে উঠেছিলেন বলিউডের হট ক্যাসিনোভা! উত্তর মিলবে শীঘ্রই। সম্পূর্ণ ভিডিও শেয়ার করলেন সকলের জন্যই, তেমনটাই কথা দিলেন অভিনেতা।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার