বয়স যেন কেবলই একটা সংখ্যামাত্র, ৬৩-তে দাঁড়িয়ে প্রমাণ দিলেন 'মিস্টার ইন্ডিয়া'

Published : Dec 24, 2019, 04:11 PM ISTUpdated : Dec 24, 2019, 04:24 PM IST
বয়স যেন কেবলই একটা সংখ্যামাত্র, ৬৩-তে দাঁড়িয়ে প্রমাণ দিলেন 'মিস্টার ইন্ডিয়া'

সংক্ষিপ্ত

৬৩-তে দাড়িয়ে সুপার ফিট অনিল কাপুর ২১ বছর জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেয়ে সোনম পরিবারের সকলের সঙ্গে  জন্মদিন উদযাপন করেছেন অনিল কাপুর সোনম কাপুর নিজের সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের কিছু ছবি শেয়ার করেছেন

আজ অনিল কাপুরের জন্মদিন। ৬২ বছর বেরিয়ে ৬৩-তে পা দিলেন বলিউডের মিস্টার ইন্ডিয়া। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। এই বয়সে এসেও নিজের ফিটনেস নিয়ে সচেতন অনিল। ৬৩-তে দাড়িয়ে তিনি সুপার ফিট। কোথা থেকে এই বয়সে এত এনার্জি পান তা নিয়ে সবারই যেন কৌতুহলের শেষ নেই। ফিটনেসপ্রেমী এই অভিনেতার জন্মদিনে বিশেষ প্ল্যানটি জানতে সবাই আগ্রহী। আজ এই স্পেশ্যাল দিনটি কীভাবে কাটালেন অভিনেতা এটা জানতেই সবাই উৎসুক।

 

আরও পড়ুন-'রাশিয়ার যৌনকর্মী' বলে সম্বোধন, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন কল্কি...

 

 

বয়স যেন কেবলই একটা সংখ্যামাত্র। এই বয়সে এসে তিনি যেন আবারও প্রমাণ করে দিলেন।  সিনিয়র সিটিজেনের তালিকায় পরলেও মনের দিক থেকে ২১-এর যুবককেও হার মানাতে তিনি প্রস্তুত। অনুরাগীদের শুভেচ্ছাবার্তা তো রয়েইছে, তার পাশাপাশি  ২১ বছর জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেয়ে সোনম।

 

গতকাল রাত থেকেই জন্মদিনের আনন্দে মেতেছেন মিস্টার ইন্ডিয়া। পরিবারের সকলের সঙ্গে  জন্মদিন উদযাপন করেছেন অনিল কাপুর। ডিনারে উপস্থিত ছিলেন পরিবারের সকলে এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বলিউড অভিনেত্রী সোনম কাপুর নিজের সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের কিছু ছবি শেয়ার করেছেন। শুধু ছবিই নয়, একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অনিল কাপুরকে কেক কাটতে দেখা গেছে।


 

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের