শুরু থেকে শেষে শুধুই অ্যাকশন, যোদ্ধার ভূমিকায় চেনা লুকে টাইগার

Published : Feb 06, 2020, 01:51 PM IST
শুরু থেকে শেষে শুধুই অ্যাকশন, যোদ্ধার ভূমিকায় চেনা লুকে টাইগার

সংক্ষিপ্ত

প্রকাশ্যে বাঘি থ্রির ট্রেলার আবারও পর্দায় শ্রদ্ধা-টাইগার জুটি ছবির কাজ শেষ ৬ মার্চ মুক্তি পাবে ছবি

বাঘি ছবির গল্প মানেই পর্দায় টানটান উত্তেজনা। একের পর এক অ্যাকশন ছবিতে বাজিমাত করছেন টাইগার শ্রফ। যার সূত্রপাত ঘটেছিল বাঘি ছবির মধ্যে দিয়ে। কোথাও গিয়ে যেন সেই একই ছবি ধরা পড়ল এবার ছবির সিক্যোয়েলে। ২০১৯-এর শেষেই শুরু হয় বাঘি ছবির শ্যুটিং। সেই ছবির মধ্যে দিয়েই যোদ্ধা লুকে ধরা দিয়েছিলেন টাইগার। 

আরও পড়ুনঃ জেরার পর এবার আয়কর দফতরের হানা, দক্ষিণী অভিনেতা বিজয়-কে ঘিরে জল্পনা তুঙ্গে

একের পর এক ছবি মুক্তি, টাইগার পর্দায় যেন আরও বেশি পরিণত। নিজেকে প্রতি মুহূর্তে গড়ে পিঠে চলেছেন তিনি। কোথাও নেই কোনো খামতির ছাপ। তবুও কোথাও গিয়ে যেন বাঘি থ্রি-র ট্রেলার নতুন কোনও গল্পের ইঙ্গিত দিল না। একই প্লট, একই ছাঁচে গড়া নতুন একটি ছবি মাত্র। এই ছবিতে আবারও ফিরছে বাঘি জুটি। টাইগারের বিপরীতে পর্দায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। 

 

 

প্রথম দুই বাঘি ছবিতে প্রেমিকার জন্য শক্রর মুখে রুখে দাঁড়িয়ে ছিলেন টাইগার। কিন্তু এবার আর তেমনটা হল না। নিজের ভাইয়ের জন্য পুরো একটা দেশের বিপরীতে দাঁড়িয়ে পড়লেন টাইগার। সঙ্গ দিলেন তাঁর প্রেমিকা শ্রদ্ধা কাপুর। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির কাজ শেষ। মার্চ মাসের ৬ তারিখে মুক্তি পাবে এই বাঘি থ্রি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য