প্রকাশ্যে এলো ছবির ট্রেলার, জুন মাসে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার বহু প্রতীক্ষিত ছবি

  • প্রকাশে এলো শিহরণ জাগানো ছবির ট্রেলার
  • পুলিশের ভুমিকায় প্রথম আয়ুষ্মান খুরানা
  • সাংবিধানিক অধিকারের কথা বলবে ছবির গল্প

Jayita Chandra | Published : May 30, 2019 7:16 PM IST

মুক্তি পেল ছবির ট্রেলার। আর্টিকেল ১৫, আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জল্পনা। ছবির বিষয় বস্তু নিয়ে দর্শকের মনে তৈরি হতে থাকে কৌতুহল। ছবির টিজার মুক্তির পরই খানিক আভাস মিলে ছিল ছবির পটভূমি নিয়ে।

দেশের সাংবিধানিক অধিকার প্রসঙ্গ এবার ঠাঁই পেল চলচ্চিত্রের চিত্রনাট্যে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান, সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার রাখে না কোনও ক্ষমতাই। সংবিধানের ১৫নং ধারা উল্লেখ করেই শুরু হয়েছিল ছবি টিজার। সমাজে বদলা নয়, বদল আনতে হবে, প্রয়োজনে বদলে ফেলতে হবে প্রচলিত রীতিনীতি।

Latest Videos

সামাজের দুই দিক, সাদা-কালো। সাদার পেছনে লুকিয়ে থাকা সেই অন্ধকার দিকের কথাই এবার নতুন আঙ্গিকে তুলে ধরল আর্টিকেল ১৫। প্রকাশ পেল ছবির ট্রেলার। টিজার থেকে সম্পূর্ণ অন্য এক রূপ ধারণ করল ছবির ট্রেলার, তা থেকেই আঁচ পাওয়া গেল ছবি কতটা ভয়ঙ্কর সত্যকে তুলে ধরতে চলেছে।

পুলিশ অফিসারে ভুমিকায় আয়ুষ্মান খুরানার প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় ছবিকে ঘিরে নানান চর্চা। এবার ছবির ট্রেলার দর্শককে রীতিমত ভাবিয়ে তুলল। শিহরণ জাগানো ছবির ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মানকে অগ্রীম শুভেচ্ছাও জানালেন তারকাদের একাংশ।

আর্টিকেল ১৫-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সায়নী গুপ্তকে। তার অভিনয়ের দাপট ট্রেলারে বেশ খানিকটা নজর কাড়ে সকলের। এছাড়াও এ ছবিতে অভিনয়ে রয়েছেন ইষা তলওয়ার, কুমুদ মিশ্র প্রমুখ ব্যক্তিত্ব। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮শে জুন।

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল