মনিকা ও মাই ডার্লিং- গানে নজর কাড়ল ছবির ট্রেলার, রহস্যের ইঙ্গিত চিত্রনাট্যে

  • ছবির ট্রেলার ঘিরে নয়া রহস্য
  • প্রকাশ্যে এল জাজমেন্টাল হ্যায় কেয়া-ছবির ট্রেলার
  • নতুন লুকে কঙ্গনা-রাজকুমার
  • হত্যাকাণ্ডের রহস্যে জড়িয়ে কে! দর্শকের মনে কৌতুহল

মেন্টাল নয়, জাজমেন্টাল হ্যায় কেয়া নামেই এবার মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানওয়াতের নতুন ছবি। বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। সেই ছবিরই ট্রেলার প্রকাশ্যে আসার পর সকলের নজর কাড়ল এর আবহসঙ্গীত। মনিকা ও মাই ডার্লিং গানের সঙ্গেই রহস্য ঘণীভূত হতে দেখা গেল ছবির ট্রেলারে। উঠে এল একের পর এক নতুন তথ্য, পরিশেষে যাকে বলে ঘেঁটে ঘ। প্রথমেই আলাপ হয় কঙ্গনা রানওয়াতের সঙ্গে, মানসিক সমস্যা কি না বোঝা না গেলেও তার আচরণে যে বেজায় সমস্যার সন্মুখীন সকলে তার ঝলক মিলল এই ছবিতে।

অন্য দিকে রাজকুমার রাও ধরা দিল ভিন্ন লুকে। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে রাজকুমার। নিজের প্রেমিকার সঙ্গে সুখেই রয়েছেন তিনি। সেই দেখে চোখ কপালে ওঠে কঙ্গনার। ছবির নায়ক-নায়িকার এই ভুমিকা যেমন একদিকে সাড়া ফেলল, তেমনই অন্যদিকে আবার প্রকাশ্যে এল খুনের ঘটনা। তাকে ঘিরেই জল ঘোলা হল বেশ। তাতেই সাক্ষি থাকল দুই। তাদের মধ্যেই রইলেন ছবির নায়ক। 

Latest Videos

সম্প্রতিই সেই ছবির নাম বদল করা হওয়ার পরই পুনরায় খবরের শিরোনামে উঠে এসেছিল এই ছবি। এবার ট্রেলার প্রকাশ্যে আসার পর কোনও পথে এগোবে গল্প, তা নিয়ে বেজায় প্রশ্নের মুখে ছবি, ফলেই কৌতুহল সঞ্চার হল দর্শকের মনে। 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar