সারা গায়ে আটকানো সেফটিপিন, অন্তর্বাস পরে উদ্দাম নেচে ভাইরাল হলেন উরফি জাভেদ

Published : Apr 11, 2022, 01:17 PM ISTUpdated : Apr 11, 2022, 02:24 PM IST
সারা গায়ে আটকানো সেফটিপিন, অন্তর্বাস পরে উদ্দাম নেচে ভাইরাল হলেন উরফি জাভেদ

সংক্ষিপ্ত

সেফটিপিন দিয়েও যে ফ্যাশন করা যায় তা উরফিকে না দেখলে বিশ্বাস করা দায়। সেফটিপিন দিয়ে সারা শরীর মুড়ে এবার উদ্দাম নেচে ভাইরাল হলেন উরফি জাভেদ। প্রতিনিয়তই একের পর এক উদ্ভট ফ্যাশনে সমালোচনার শিকার হন উরফি জাভেদ। ফের সারা গায়ে সেফটিপিন আটকে নেটিজেনদের নজর কাড়লেন উরফি জাভেদ। বরাবরই উদ্ভট ফ্যাশনে জুড়ি মেলা ভার উরফি। তবে শেষ পর্যন্ত সেফটিপিন দিয়ে ফ্যাশন গোলসে তাক লাগিয়ে দিলেন উরফি জাভেদ। কালো রঙের অন্তর্বাসের উপর সারা গায়ে সেফটিপিন আটকে নাচতে শুরু করে দিলেন উরফি, মুহূর্তের মধ্যে এই ভিডিওকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।  

সেফটিপিন দিয়েও যে ফ্যাশন করা যায় তা উরফিকে না দেখলে বিশ্বাস করা দায়। সেফটিপিন দিয়ে সারা শরীর মুড়ে এবার উদ্দাম নেচে ভাইরাল হলেন উরফি জাভেদ। প্রতিনিয়তই একের পর এক উদ্ভট ফ্যাশনে সমালোচনার শিকার হন উরফি জাভেদ। ফের সারা গায়ে সেফটিপিন আটকে নেটিজেনদের নজর কাড়লেন উরফি জাভেদ। বরাবরই উদ্ভট ফ্যাশনে জুড়ি মেলা ভার উরফি। তবে শেষ পর্যন্ত সেফটিপিন দিয়ে ফ্যাশন গোলসে তাক লাগিয়ে দিলেন উরফি জাভেদ। কালো রঙের অন্তর্বাসের উপর সারা গায়ে সেফটিপিন আটকে নাচতে শুরু করে দিলেন উরফি, মুহূর্তের মধ্যে এই ভিডিওকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি। উরফির খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার উরফি জাভেদের। উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন। এবার সারা গায়ে সেফটিপিন জড়িয় ভাইরাল হয়েছেন উরফি জাভেদ।

 

 

বলিউডের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। এত অল্প সময়ের মধ্যে যে এভাবে ভাইরাল হওয়া যায় তা মনে হয় উরফির চেয়ে ও ভাল আর কেউ জানে না। অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। নেটপাড়ার হট সেনসেশনকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। প্রতিদিনই নিজের কিলার লুকে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। ফের নিজের শরীরী নেশায় নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ।  অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ। তবে এবার যা করলেন উরফি, তা দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও এই প্রথমবার নয়, এর আগে অন ক্যামেরায় প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন উরফি জাভেদ । নেটিজেনরা মনে করেন পাবলিসিটির জন্যই এসব করেন উরফি জাভেদ। আসলে শরীর দেখানোর জন্য ঠিক যতটা নীচে নামা যায় ততটাই করতে রাজি উরফি জাভেদ ।

আরও পড়ুন-কাউন্টডাউন শুরু, বদলে গেল রণবীর-আলিয়ার বিয়ের ভেন্যু, কোথায় বসছে বিয়ের আসর

আরও পড়ুন-উথলে পড়ছে সুডৌল স্তনের খাঁজ, 'সেক্সবম্ব' নোরার 'বিভাজিকা'য় বেসামাল পুরুষ ভক্তরা

আরও পড়ুন- লো নেক পোশাকে ফেটে বেরোচ্ছে সেক্সি শরীরের কার্ভস, সিজলিং লুকে আগুন জ্বালালেন মৌনি

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?