মিশরের ক্লিওপেট্রা, সোনার পোশাকে সাজলেন উর্বশী, দাম শুনলে চমকে উঠতে হয়

Published : Nov 08, 2020, 01:55 PM IST
মিশরের ক্লিওপেট্রা, সোনার পোশাকে সাজলেন উর্বশী, দাম শুনলে চমকে উঠতে হয়

সংক্ষিপ্ত

ক্লিওপ্লেটা লুকে উর্বশী ভাইরাল সোনার পোশাকে সাজলেন অভিনেত্রী পোশাকের দাম আশাক ছোঁয়া মুহূর্তে ভাইরাল উর্বশী রাউটেল্লা

উর্বশী রাউটেল্লা। এক কথায় বলতে গেলে বলিউডে নিজের পসার মোটেও জমাতে পারেননি এই অভিনেত্রী। তাঁর লুক থেকে শুরু করে হট বোল্ড ফিগারের ভক্ত লাখ লাখ হলেও অভিনয় জগতে নিজের তেমন ছাপ ফেলতে এখনও পারছেন না উর্বশী। তবে মডেলিং-এর জগতে তিনি আজও এক কথায় বলতে গেলে ভাইরাল। অন্যতম টপ মডেলের তালিকাতে আজও উর্বশী অন্যতম। এবার সেই ফোটোশ্যুটেই ধরা দিলেন উর্বশী এক ভিন্ন স্বাদে। 

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উর্বশী রাউটেল্লা। একের পর এক ছবি পোস্ট করলেন তিনি এক অদ্ভুত সাজে, ক্যাপশানে লিখলেন ক্লিওপ্লেটা। মশরীয় এই লুকের পেছনে ঠিক কত টাকা খরচ হয়েছে জানেন! ৩৭ কোটি টাকা। সম্প্রতি এই পোশাক পরেই সকলে তাক লাগালেন অভিনেত্রী। গোল্ডেন লুকই যেন ইউএসপি। পালতা সিফন পোশাকের ওপর সোনার কাজ। সোনায় মোড়া উর্বশী আবারও খবরের শিরোনামে। 

 

 

এক্সপিডিশন ম্যাগাজিনের প্রথম ফোটোশ্যুটের জন্য নির্বাচিত হয়েছেন উর্বশী। একে তো সুন্দর ত্বকের যাদু তার ওপর গোল্ডেন পোকাশের ঝলক, বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করলেন তিনি। যা মুহূর্তে হয়ে উঠল ভাইরাল। এর জন্য নির্বাচিত হতে পেরে উর্বশীও বেজায় খুশি। 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা