
হাতে আর একটা দিন বাকি। এরপরই প্রতিটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি রুহি। সেই ছবি প্রমোশনে হাজির অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি সানন। দুই এই ছবি দেখে বেশ খুশি। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করলেন দুই তারকা।
থিয়েটার থেকেই শেয়ার করলেন প্রথম রিভিউ তারপর, চিসে নিজের ইনস্টা একাউন্টে লিখলেন ঠিক কেমন লেগেছে তাদের রুহি। বরুণের কথায় জাহ্নবী ও রাজকুমার চান মুভি রাজকুমার দুজনেই ঠিক যতটা হাসাবে ততটাই ভয় দেখাবে এই ছবিতে। আবে কৃতির কথা এটি হলো একটা সুপার এন্টারটেনমেন্ট ছবি। 11 ই মার্চ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
গত এক বছর ধরে তারকার একের পর এক ছবিতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে দেখেছে। দীর্ঘদিন ছিলনা প্রেক্ষাগৃহে তেমন কোন বড় মুক্তি। এবার আবারো ছন্দে ফেরার পালা। তাই রহিতি হচ্ছে উদ্বোধন। সকলে যেন সর্তকতা মেনেই উপস্থিত থাকেন প্রেক্ষাগৃহে। পাশাপাশি সিনেমা হল থেকেই ভিডিও শেয়ার করে বরণের কৃতি জানালেন এক বছর চযেন একটা যুগ। অনেকদিন পর ছবি দেখতে এসে ভীষণ ভালো লাগছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।