প্রকাশ্যে এলো অভিনেতার প্রথম লুক, নতুন বছরে মুক্তি পাচ্ছে স্ট্রিট ডান্সার থ্রিডি

  • প্রকাশ্যে এলো বরুণ ধওয়ানের প্রথম লুকট
  • আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি
  • পরিবর্তন করা হল ছবি মুক্তির দিন

সোমবার সোশ্যাল মিডিয়ায় স্ট্রিট ডান্সার থ্রিডি ছবি মুক্তির দিন প্রকাশ্যে আনলেন খোদ ছবির অভিনেতা বরুণ ধওয়ান। আগামী বছরই মুক্তি পাচ্ছে স্ট্রিট ডান্সার থ্রিডি। সেই ছবিরই মুক্তির দিন প্রথম পোস্টারে শেয়ার করলেন অভিনেতা। সঙ্গে প্রকাশ্যে এলো অভিনেতার প্রথম লুকও। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তোলা ছবির নিচের অংশেই উল্লেখ করা আছে ছবি মুক্তির তারিখ। নতুন বছের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের শুক্রবার, ২৪ শে জানুয়ারী-তেই  প্রেক্ষাগৃহে আসতে চলেছে স্ট্রিট ডান্সার থ্রিডি।

Latest Videos

ছবির শ্যুটিং শুরু হয়েছিল গতবছরই। চলতি মাসে স্ট্রিট ডান্সার থ্রিডি টিম পৌঁচ্ছে গিয়েছিল দুবাইয়ে। ছবির বেশ কিছুটা অংশ শ্যুটিং হয় দুবাইতে। ফিরে এসে মুম্বইতে শ্যুট হবে ক্লাইম্যাক্স, এমনটাই পরিকল্পনা পরিচালক রেমো ডিসুজার। এ.বি.সি.ডি. ২ ছবি দর্শক মহলে বিস্তর জনপ্রিয়তা লাভ করার পরই রেমো ডিসুজা এই নতুন প্রজেক্টে হাত দেন। বরুণ ধওয়ান ও শ্রোদ্ধা কাপুর অভিনীত এ.বি.সি.ডি.-২ ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখার ফলে সেই একই টিম নিয়ে পরিচালক এই সিরিজের তৃতীয় ছবি তৈরি করার সিদ্ধান্ত নেন।

পরিচালকের মতে এই ছবিতে অনেক নতুন ডান্স ফর্ম দেখতে পাওয়া যাবে, যার জন্য প্রত্যেকেই ভিষণ রকম পরিশ্রম করছেন। শ্যুটিং ফাঁকে চলছে জোড় কদমে অনুশীলনও। নাচ, এই পটভূমিকে ঘিরে এর আগে এতো বড় কাজ বলিউডে হয়নি। তাই সকলেই ছবিটিকে ঘিরে ভিষণ আশাবাদী।

 প্রসঙ্গত  এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর নভেম্বর মাসেই। কেন এই দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয় মুখ খোলেননি  স্ট্রিট ডান্সার থ্রিডি টিম।

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed