যেমন কথা তেমন কাজ, টিজার প্রকাশের মাধ্যমে প্রকাশ্যে এল বিক্রান্ত রোনার মুক্তির দিন

অ্যাকশন-অ্যাডভেঞ্চর থ্রিলার মুভি বিক্রান্ত রোনার মধ্যে হলে বসে দর্শক থ্রিডি মুভি দেখার স্বাদ আস্বাদন করতে পারবে। বলাই বাহুল্য যে, এই মুহুর্তে বিক্রান্ত রোনা হল বহু প্রতিক্ষীত ছবির তালিকার মধ্যে অন্যতম। নিজের টুইটার অ্যাকাউন্টে বলিউডের ভাইজান সেই টিজার পোস্ট করে সিনেমা মুক্তির দিন প্রকাশ্যে আনলেন।
 

হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে ফ্যান্টাসী অ্যাকশন-অ্যাডভেঞ্চর থ্রিলার মুভি বিক্রান্ত রোনা। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনুপ ভান্ডারী। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিচ্চা সুদীপ, নিরুপ ভান্ডারি ও নবাগত তারকা নীথা অশোক। ২ রা এপ্রিল অভিনব কায়দায় সিনেমা মুক্তির দিন প্রকাশ্যে আনলেন পরিচালক। বিক্রান্ত রোনা মুভির স্পেশাল টিজার প্রকাশ্যে এনে ছবি মুক্তির চূড়ান্ত দিন জানালেন ছবির পরিচালক অনুপ ভান্ডারী। অ্যাকশন-অ্যাডভেঞ্চর থ্রিলার মুভি বিক্রান্ত রোনার মধ্যে হলে বসে দর্শক থ্রিডি মুভি দেখার স্বাদ আস্বাদন করতে পারবে। বলাই বাহুল্য যে, এই মুহুর্তে বিক্রান্ত রোনা হল বহু প্রতিক্ষীত ছবির তালিকার মধ্যে অন্যতম। নিজের টুইটার অ্যাকাউন্টে বলিউডের ভাইজান সেই টিজার পোস্ট করে সিনেমা মুক্তির দিন প্রকাশ্যে আনলেন।

ছবি নিয়ে সকলের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছিল। অবশেষে সব অপেক্ষার অবসান হল। আগামী ২৮ জুলাই হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে বিক্রান্ত রোনা। গোটা দেশে ছবির সাফল্য দেখে সিনেমার টিজার দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল আপামোর দর্শক। তবে সিনেমার মুক্তির দিন প্রকাশ্যে আসার পর এখন সিনেমপ্রমীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ করা যাবে সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। কিছুদিন আগেই সিনেমার পরিচালক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন ২ এপ্রিল সিনেমার টিজার প্রকাশ্যে এনে সিনেমা মুক্তির দিন সকলকে জানাবেন। যেমন কথা তেমন কাজ। এদিকে রুপোলি পর্দার বিক্রান্ত তথা কিচ্চার ভক্তরা তাঁকে আরও একবার বিগস্ক্রিনে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

Latest Videos

আরও পড়ুন-ছিঃ ছিঃ! কঙ্গনার সঙ্গে গোপন সহবাসে লিপ্ত অজয়,পরকীয়ার খবর শুনেই ডিভোর্সের হুমকি দিয়েছিলেন কাজল

আরও পড়ুন-খুল্লামখুল্লা রোম্যান্সে মজে নিক-প্রিয়ঙ্কা, নাতনিকে নিয়ে গোপন খবর ফাঁস মধু চোপড়ার

আরও পড়ুন-রকুল প্রীতের সামার স্পেশাল ড্রেসের ফটোশ্যুট, এদিকে নেটদুনিয়ায় চড়ছে তাপমাত্রার পারদ

গোটা দেশ জুড়ে বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছিল বিক্রান্ত রোনার মত থ্রিডি মুভি। গত ২ সেপ্টেম্বর কিচ্চা সুদীপের জন্মদিনের শুভ মুহুর্তে সিনেমায় বিক্রান্তের গ্র্যান্ড এন্ট্রি সকলকে একেবারে চমকে দিয়েছিল। এই ছবির হিন্দি ভার্সানে অভিনয় করতে দেখা যাবে শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নানডেজকে। গোটা বিশ্বজুড়ে মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই মুভি। তামিল তেলেগু, মালায়ালাম ও হিন্দিতে মুক্তি পাবে বিক্রান্ত রোমাা। এছাড়াও আরবিক, জার্মান, রাশিয়ান, ম্যানডারিন ও ইংরাজি ভাষায় দর্শক দররবারে আসতে চলেছে বিক্রান্ত রোনা। লাস্ট বাট নট ইন লিস্ট, সিনেমার টাইটেল লঞ্চ হয়েছিল দুবাইয়েরবুর্জ খলিফা থেকে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী