সামনেই ডেলিভারি ডেট, তড়িঘড়ি কোভিট টেস্ট করালেন বিরাট-অনুষ্কা

Published : Jan 03, 2021, 08:00 AM IST
সামনেই ডেলিভারি ডেট, তড়িঘড়ি কোভিট টেস্ট করালেন বিরাট-অনুষ্কা

সংক্ষিপ্ত

সামনেই অনুষ্কার ডেলিভারি ডেট  তাই দেরি না করেই টেস্ট করালেন বিরাট  করোনা টেস্টের রিপোর্টে কী এলো  নেট মহলে খোলসা করলেন বিরাট 

দুই থেকে তিনের পথে জানুয়ারী মাসেই হওয়ার কথা। সুখবর শেয়ার করার সময় এমনটাই জানিয়েছিলেন বিরাট কোহলি। দেখ দেখতে জানুয়ারি মাস হাজির। অস্ট্রেলিয়া সফরের মাঝেই তাই স্ত্রীর কাছে ফিরলেন বিরাট কোহলি। আর ফিরেই আগে ভাগে বিরাট ও অনুষ্কা শর্মা করিয়ে নিলেন করোনা টেস্ট। সেই পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তায় শেয়ার করলেন বিরাট কোহলি। 

আরও পড়ুন- অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর দ্রুত সুস্থতা কামনায় টুইট বিরাট থেকে সচিন

মুহূর্তে সেই বার্তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছেই থাকবেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেই একবার করিয়েছিলেন টেস্ট। ডেলিভারির আগেও ঝুঁকি নিতে নারাজ বিরাট। প্রতিটা মুহূর্তে এখন থাকতে হচ্ছে অনুষ্কার কাছে। পাশাপাশি অনেকের সঙ্গেই চলছে সাক্ষাৎ। নতুন বছর পরলেও সংক্রমণ নিয়ে অবহেলা নয়। তাই এই সিদ্ধান্ত।

 

 

২০২০-র মাঝেই মিলেছিল সুসংবাদ। মা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার ফাস্ট লেডি। সেই খবরই হু হু করে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। ২০২০ তে একাধিক সেলেব ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেছেন। সেই তালিকাতেই নাম লিখিয়েছিলেন বিরুষ্কা। বর্তমানে পিতৃকালীন ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। তারই মাঝে সেলিব্রেশনের ছবি ধরা পড়ল সোশ্যাল ফ্রেমে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার