কেন এত নিশ্চিন্তে ঘুমচ্ছেন অমিতাভ, নেট দুনিয়ায় আবিষ্কার করল মজার রহস্য

Published : Apr 08, 2021, 01:13 PM IST
কেন এত নিশ্চিন্তে ঘুমচ্ছেন অমিতাভ, নেট দুনিয়ায় আবিষ্কার করল মজার রহস্য

সংক্ষিপ্ত

শান্তির ঘুম খানিক ঘুমিয়ে নিলেন অমিতাভ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি পাশে কেউ নেই, রহস্য কী  আবিষ্কার করল নেট দুনিয়া 

শান্তিতে বেশ কিছুটা সময় ঘুমিয়ে নিলেন অমিতাভ বচ্চন। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, নিত্য দিন প্রতিটা আপডেট খবর নিজেই শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। রাতে ঘুমের ছবিও সেই তালিকা থেকে বাদ পড়ল না। তবে কী এমন ঘটল, যে একটাই শান্তি ও স্বস্তিতে ঘুমিয়ে নিলেন অমিতাভ! ছবি পোস্ট করতেই তা মুহূর্তে হয়ে উঠল ভাইরাল। এর পেছনের রহস্য কি! 

আরও পড়ুন- এইটুকু শরীরে কতটা খান, এত বড় টিফিন নিয়ে শ্যুটিং সেটে নুসরত, রহস্য ফাঁস করেছিলেন অক্ষয়

 

 

সোশ্যাল মিডিয়ায়ই সেই রহস্যের ইঙ্গিত সাফ তুলে ধরলো সকলের সামনে। বাড়িতে এখন শান্তিতেই সময় কাটছে বিগ বির। কারণ জয়া বচ্চন এখন রয়েছেন কলকাতায়। মিঠুনের বিপরীতে কড়া টক্কর দিতে তিনি হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার জন্য বিভিন্ন স্থানে মিটিং ও মিছিয়ে যোগ দিচ্ছেন তিনি। 

 

 

কলকাতায় এখন বাড়ির গিন্নি, তাই এই সময়টা নিজের মতই কাটাচ্ছেন বিগ বি। নেই কোনও সাংসারিক চাপান্তর পরিস্থিতি। তাই শান্তির ঘুম অমিতাভের চোখে। বিগ বি এখন একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত। আগামী কালই মুক্তি পাওয়ার কথা ছিল চেহেরে। কিন্তু করোনার দাপট বাড়ায় এখন তা পিছিয়ে গিয়েছে। যার ফলে এখন খানিক টেনশন ফ্রি অমিতাভ। বাড়িতেই কাটাচ্ছেন সময়। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত