জিম শর্টস ছেড়ে স্ল্য়াক্সে জাহ্নবি, নেট দুনিয়ায় হইচই

Published : Nov 02, 2019, 05:35 PM ISTUpdated : Nov 02, 2019, 06:42 PM IST
জিম শর্টস ছেড়ে স্ল্য়াক্সে জাহ্নবি, নেট দুনিয়ায় হইচই

সংক্ষিপ্ত

জেনারেশন ওয়াই এর অন্য়তম প্রতিনিধি হলেন জাহ্নবি কাপুর সম্প্রতি  জাহ্নবিকে দেখা গেল স্ল্য়াক্স পরে জিমের বাইরে  জাহ্নবিই প্রথম, জিমের এই ফ্য়াশন ট্রেন্ড নিয়ে এসেছিলেন প্রত্য়েক সেলেবরাই এখন তার ফ্য়াশন অনুসরণ করছেন  


যুব সম্প্রদায়ের হৃদয়ে এই মুহুর্তে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন যিনি, তার নাম জাহ্নবি কাপুর। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব জায়গায়ই তাকে নিয়েই চর্চা। কেউ তার ফ্য়াশন স্টাইল নিয়ে পঞ্চমুখ। আবার কেউ বা তার নিন্দায় চারিদিক ভরিয়ে দিচ্ছেন। প্রায় সবসময়ই পাপারাৎজির দল ক্য়ামেরা নিয়ে অপেক্ষায় থাকেন, যে কখন জাহ্নবি কাপুরের ছবি নেবেন। জাহ্নবির, জিমে ঢোকা থেকে বেরোনো প্রায় সবসময়ই তিনি সংবাদমাধ্য়মের ছবিতে প্রধান মুখ। 

সম্প্রতি জাহ্নবি কাপুরকে দেখা গেল জিম শর্টস ছেড়ে স্ল্য়াক্স পরে জিমের বাইরে বেরতে।  স্লিপার পরে পিঙ্ক কালারের জিম স্য়ুটে স্বমহিমায়  জিমের বাইরে বেরলেন তিনি। সবসময় যে ছোট পোশাক পড়লেই খারাপ , তা ভূল প্রমাণ করলেন জাহ্নবি কাপুর। জিম স্য়ুট পরে জিমে যাওয়া মোটেই অশ্লীল নয় বরং অনেকেই স্বল্প পোশাকে তিনি বেশি স্বাছন্দ পান। 

 তবে একথা সত্য়ি যে জাহ্নবি কাপুরই  প্রথম,  জিমের এই ফ্য়াশন ট্রেন্ড নিয়ে এসেছিলেন। যেহেতু তিনি জেনারেশন ওয়াই এর প্রতিনিধিত্ব করছেন তাই সবার নজরই তার দিকে। তার অন্য়তম প্রমাণ বাকি সেলেবরাও কিন্তু তাকেই অনুসরণ করছেন। করিণা কাপুর, মালাইকা অরোরা,সারা আলি খান প্রায় প্রত্য়েকেই এখন জিমে যাওয়ার জন্য় জিম স্য়ুট ব্য়বহার করছেন। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক