বাজেটের আগের রাতেই সুখবর অর্থমন্ত্রকের ঘরে, রেকর্ড গড়ল GST আদায়

  • বাজেটের আগেই সুখব অর্থ মন্ত্রকের 
  • রেকর্ড গড়ল জিএসটি আদায় 
  • গত বছর জানুয়ারির থেকেও বেশি 
  • কড় পদক্ষেপের কারণেই সম্ভব 
     

সাধারণ বাজেট পেশ করার  আগেই সুখবর শোনাল অর্থ মন্ত্রক। রবিবার অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে, জানুয়ারিতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (GST) আদায় হয়েছে ১.১৯ লক্ষ কোটি টাকা।  অর্থ মন্ত্রকের বিবডতিতে বলা হয়েছে, জিএসটি প্রবর্তনের পর ২০২১ সালের জানুয়ারি যে পরিমাণ যে পরিমাণ অর্থ আদায় হয়েছে তা সর্বোচ্চ। গতমাসের রেকর্ড সংগ্রহকেও চলতি মাসের জিএসটি ছাপিয়ে গেছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, জানুয়রিতে জিএসটি সংগ্রহ হয়েছিল ১.১৫ লক্ষ কোটি টাকা। 

Latest Videos

অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে গত চার মাস ধরে মাসিক জিএসটি আয় এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছ। মহামারির এই সংকটকালে যা আর্থনৈতিক পুনরুদ্ধারের সুস্পষ্ট সূচক বলেও দাবি করা হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছেন ৩১ জানুয়ারি ২০২১, সন্ধ্যে ৬টা পর্যন্ত সিজিএসটি আদায় হয়েছে ১,১৯,৮৪৭ কোটি টাকা আদায় করা হয়েছে এসজিএসটির পরিমাণ ২১,৯২৩ কোটি টাকা, আইজিএসটির পরিমাণ ২৯,০১৪ কোটি টাকা, আইজিএসটি ৬০,২৮৮ কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে ৮,৬২২ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জিএসটি রিটার্নের সংখ্যা ৯০ লক্ষ। 

গত বছর জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ হয়েছিল ১.১ লক্ষ কোটি টাকা, যা চলতি বছরের তুলনা ৮ শতাংশ কম। এমাসে পণ্য আমদানি বেড়েছে ১৬ শতাংশ। গত বছরের তুলনায় গার্হস্থ্য  লেনদেনের থেকে আয় বেড়েছে ৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারের দাবি বেশ কয়েক মাস ধরে আয় বৃদ্ধির পরিমাণ বাড়ছে। কেন্দ্রীয় সরকারের দাবি জাল বিলিংএর বিরুদ্ধে কড়া পদক্ষেপ, জিএসটি, আয়কর, শুল্ক, আইটি-সিস্টেম, কার্যকর ট্যাক্স প্রশাসন সহ একাধিক পদক্ষেপ সরকারের আয় বাড়াতে গুরুত্ব পূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari