সোমবার পরিবহন নিয়ে ইউনিয়ন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানালেন, ৬৭৫ কিমি হাইওয়ে হবে পশ্চিমবঙ্গে। কলকাতা এবং শিলিগুড়ি রাস্তা মেরিমতিও রয়েছে বাজেটে।
১৩ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। এর জন্য ৫ .৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ। আরও ৮৫০০ কিমি রাস্তা তৈরি করা হবে। ৩ হাজার ৫০০ কিমি হাইওয়ে তৈরি করা হবে তামিলনাড়ুতে। এর মধ্যে মাদুরাই কোল্লাম করিডোর আছে। মুম্বাই, কন্যা-কুমারি যাত্রার রাস্তা তৈরি হবে। ৬৭৫ কিমি হাইওয়ে হবে পশ্চিমবঙ্গে। কলকাতা এবং শিলিগুড়ি রাস্তা মেরিমতিও রয়েছে বাজেটে। অসমে ১৯ হাজার কিমি রাস্তা মেরামত হবে। ১০০০ কিমির বেশি জাতীয় হাইওয়ে এর মধ্যে রয়েছে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা এই খাতে বরাদ্দ।
অপরদিকে তৈরি হয়েছে জাতীয় রেল প্ল্যান। এর মধ্য়ে মেক ইন ইন্ডিয়া প্রকল্প তৈরি। গোমড় থেকে ডানকুনি ২৭৪ কিমি রেলওয়ে লাইন তৈরি হবে। ভবিষ্যতে খড়গপুর থেকে স্ট্রেট করিডোর তৈরি হবে। ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ হবে রেলওয়েতে। কোচগুলি হবে আরও আধুনিক। থাকবে নিরাপত্তা জনিত ব্যবস্থা। ১ লক্ষ কোটির টাকা মূলধন খাতে ব্যয় হবে।