কেন্দ্রীয় বাজেটেও শোনা গেল রবি ঠাকুরের পঙক্তি
সোমবার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ
বাজেটের শুরুতেই তিনি বললেন রবি ঠাকুরের পঙক্তি
উল্লেখ করলেন অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের জয়ের কথাও
এবার কেন্দ্রীয় বাজেটেও শোনা গেল রবি ঠাকুর। সোমবার সংসদে নির্মলা সীতারমণ বাজেট পেশ করার সময় বলেন, এই বছরের বাজেটের প্রস্তুতি এমন পরিস্থিতিতে করতে হয়েছে, যা আগে কখনও হয়নি। কোভিড-১৯ মহামারী মোকাবিলায় ভারত কীভাবে সংগ্রাম করেছে তা বোঝাতেই বাজেট পেশের একেবারে শুরুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি আওড়ান সংসদ কক্ষে।
তবে প্রধানমন্ত্রী নরেনদ্র মোদীর মতো বাংলায় রবীন্দ্রনাথ উদ্ভৃত করার চেষ্টা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি ইংরাজিতেই রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন তুলে ধরেন। সংসদ কক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, 'ফেইথ ইজ দ্য বার্ড দ্যাট ফিলস দ্য লাইট অ্যান্ড সিংস্ হোয়েন দ্য ডন ইজ স্টিল ডার্ক' (Faith is the bird that feels the light and sings when the dawn is still dark), অর্থাৎ, অন্ধকার থাকতে থাকতেই ভোরের আলোকে অনুভব করে যেই পাখি, সেই পাখিই হল বিশ্বাস। অন্ধকারময় সময়েও আলোর পথে উত্তরণের বিশ্বাস রেখে ভারতীয়দের লড়াইয়ের কথাই বোঝান অর্থমন্ত্রী।
এই প্রসঙ্গে, নির্মলা সীতারমণ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট সিরিজ জয়ের প্রসঙ্গও উল্লেখ করেন। চোট আঘাতে প্রথম দলের বহু ক্রিকেটার না থাকা সত্ত্বেও অনভিজ্ঞ দল নিয়ে সব বাধা কাটিয়ে যেমন ভারত জিতেঠছিল, ভারতের অর্থনীতিও সেই ভাবে প্রতিকূল পরিবেশেও দ্রুত পুনরুদ্ধার হচ্ছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের মুখে প্রায়শই রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ বা ঋষী অরবিন্দের বাণি শোনা যাচ্ছে। কবিগুরুর কবিতার পঙক্তি শোনা যাচ্ছে। সেই তালিকায় নতুন সংযোজন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও।