স্বামী ছেড়ে প্রেমিকের জন্য় ধরনায় প্রেমিকা , খবর পেয়েই বেপাত্তা প্রেমী

Published : May 30, 2020, 03:46 PM ISTUpdated : May 30, 2020, 04:01 PM IST
স্বামী ছেড়ে প্রেমিকের জন্য় ধরনায় প্রেমিকা , খবর পেয়েই বেপাত্তা প্রেমী

সংক্ষিপ্ত

প্রেমিককে পেতে প্রেমিকার ধরনা পূর্ব বর্ধমানে পরকীয়ার এমন গল্প সচারচর দেখা যায় না প্রেমীকে ফিরে পেতে স্বামী-কন্যা ছেড়ে অন্যস্থানে  

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান:  প্রেমিককে পেতে প্রেমিকার ধরনা পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে। পরকীয়ার এমন গল্প সচারচর দেখা যায় না। প্রেমীকে ফিরে পেতে স্বামী-কন্যা ছেড়ে এক জেলা থেকে অন্য জেলায় চলে এলো প্রেমিকা। প্রেমিকের বাড়ির সামনে বসে পড়ল ধরনায়।

চলছে লকডাউন। এরই মধ্যে এক অন্য গল্প। আজ মুর্শিদাবাদের বহরমপুর এর এক বিবাহিত মহিলা ধরনায় বসলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালুত্তক গ্রামে  প্রেমিকের বাড়ির সামনে । তাঁর দাবি দু'বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে সেই সম্পর্ক অস্বীকার করছে এই গ্রামের যুবক তুহিন খান। বন্ধ করে দিয়েছে সিম।

আজ হঠাৎ তুহিনের বাড়ির সামনে এসে হাজির প্রেমিকা। প্রেমের দাবি নিয়ে বসে পড়লেন ধরনায়। বললেন, হয় আমায় বিয়ে করতে হবে, না হয় এখানে আমায় মেরে ফেলতে হবে। আর না হলে আমার স্বামী মেয়েকে ফিরিয়ে দিতে হবে। ঘটনার খবর পেয়েই প্রেমিক বাড়ি ছেড়ে বেপাত্তা।

প্রেমিকা সামিরুল খাতুন জানান সে বিবাহিত। বিয়ে হয়েছিল কলকাতায়। রয়েছে ৮ বছরের এক মেয়ে। দু বছর আগে ফোনে আলাপ হয় ভাতারের কালুত্তক গ্রামের তুহিন খানের সঙ্গে। তুহিন দু'বছর ধরে আমাকে আশ্বাস দিচ্ছে সে বিয়ে করবে। এই ঘটনা জানাজানি হতেই পরিবারের সাথে অশান্তি তৈরি হয়। স্বামী, সংসার সব ছেড়ে একাই থাকতেন সে। 

তার অভিযোগ,বর্তমানে তুহিন বিয়ে করতে অস্বীকার করছে। পাশাপাশি তার মোবাইলের সিম বন্ধ করে দিয়েছে । এই অবস্থায় সে প্রেমিককে ফিরে পেতে চায়। তাই বহুদূর থেকে চলে এসেছে একেবারে প্রেমিকের বাড়ির সামনে প্রেমের দাবি নিয়ে।

PREV
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?