'আমার বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে দাও', প্রেমদিবসে প্ল্যাকার্ড হাতে ধরনা যুবকের

  • জোর করে স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন শ্বশুর
  • প্রেমদিবসে শ্বশুরবাড়ির সামনে ধরনায় যুবক
  • হাতে পোস্টার ও ছবি
  • ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে 
     

'আমার বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে দাও।' 'ছয় বছর নষ্ট করলে কেন?' প্রেমদিবসে এমনই পোস্টার ও ছবি নিয়ে ধর্না বসলেন এক যুবক। তবে ধরনা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। পুলিশকে আসতে দেখেই পাততাড়ি গোটালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের সরাইটিকরের এলাকার দক্ষিণপাড়ায়।

ঘটনাটি ঠিক কী? যিনি ধরনায় বসেছিলেন, তাঁর নাম শেখ রেজাউল। বর্ধমান শহরের সরাইটিকর এলাকার চ্যান্ডেলপাড়ায় পাড়ায় থাকেন তিনি। রেজাউল পেশায় টোটোচালক। দক্ষিণপাড়ায় তাঁর প্রেমিকার বাড়ি। জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে প্রায় ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল রেজাউলের। জানুয়ারিতে তাঁরা দুজন রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। কিন্তু হলে কী হবে! সেই বিয়ে মেনে নেননি ওই তরুণীর পরিবারে লোকেরা। তেমনই দাবি করেছেন শেখ রেজাউল। তিনি জানিয়েছেন,  স্ত্রীকে অন্যত্র নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু ওই তরুণীর দিদি এখনও বিয়ে হয়নি। সেই কারণে রেজাউলের স্ত্রীকে বাড়ি ফিরে আসতে বলেন ওই তরুণীর বাবা। শ্বশুরের কথা বিশ্বাস করেই ঠকেছেন রেজাউল!

Latest Videos

আরও পড়ুন: প্রশাসনিক ব্যস্ততার মাঝে ভালোবাসার ডাক, প্রেম দিবসে চারহাত এক নবজ্যোৎ-তুষারের

কেন? রেজাউল শেখের দাবি, স্ত্রীর সঙ্গে এখন আর কোনও যোগাযোগই নেই তাঁর। পরিবারের সকলকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন শ্বশুর। কোথাও গিয়েছেন, কেউ জানে না, বাড়ির দরজায় তালা ঝুলছে। বাধ্য হয়েই স্ত্রীকে ফিরে পেতে শুক্রবার, প্রেমদিবসের সকালে শ্বশুরবাড়ির সামনে ছবি ও পোস্টার নিয়ে ধরনায় বসে পড়েন রেজাউল। তাঁর পাশে দাঁড়িয়েছেন পরিচিত ও বন্ধুরাও। প্রায় ঘণ্টা দুয়েক পর ঘটনাস্থলে আসে পুলিশ। তখন এলাকা ছাড়েন ওই যুবক ও তাঁর সঙ্গীরা। শ্বশুরবাড়ি তালাবন্ধ থাকায় ওই তরুণী বা তাঁদের পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি। তবে রেজাউলের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের কথা স্বীকার করেছেন এলাকার অনেকেই।
 

Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ