১৭ শতাংশ বাড়বে মাইনে! উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী, হু হু করে বাড়তে চলেছে এই সেক্টরের কর্মীদের বেতন

লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের কর্মীদের বেতন বাড়তে চলেছে। এবার সেই সুখবর পাওয়ার তালিকায় নাম উঠল ব্যাঙ্ক কর্মীদের। ব্যাঙ্ক কর্মীদেরও বেতন বাড়ানোর বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। 

Parna Sengupta | Published : Mar 11, 2024 6:29 AM IST
18

ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি অথবা সংশোধন করে থাকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা IBA। তারা মূলত ব্যাংক কর্মীদের সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে বেতন বৃদ্ধি অথবা সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 

28

এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এই বিষয়ে ব্যাংক কর্মীদের দোলের আগে সুখবর দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

38

নতুন চুক্তি অনুসারে ব্যাংক কর্মীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। এই ঘোষণার ফলে দেশের প্রায় চার লক্ষ ব্যাঙ্ক কর্মী উপকৃত হবেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত খরচ হবে ৮২৮৪ কোটি টাকা।

48

নতুন এই চুক্তির ফলে কেবলমাত্র ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে তা নয়, এর পাশাপাশি তারা বিপুল পরিমাণে এরিয়ার পাবেন। এর পিছনে বেতন বৃদ্ধি লাগু হওয়ার সময় যুক্ত রয়েছে।

58

চুক্তির পর শুক্রবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ১৭ শতাংশ বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর হবে ২০২২ সালের নভেম্বর মাস থেকে।

68

ফলে বর্ধিত বেতনের বাড়তি অংশ ২০২২ সালের নভেম্বর মাস থেকে হিসেব কষে সরকারকে মিটিয়ে দিতে হবে দেশের ব্যাংক কর্মীদের। এরই পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ এরিয়ার হাতে পাবেন ব্যাংক কর্মীরা।

78

এছাড়াও নতুন চুক্তি অনুযায়ী দেশের মহিলা ব্যাংক কর্মীরা আরও বাড়তি সুবিধা পাবেন। তারা এবার থেকে কোনরকম মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মাসে একদিন করে অসুস্থতাজনিত কারণে ছুটি পাবেন।

88

এছাড়াও চাকরিরত অবস্থাতেই ব্যাংক কর্মীরা তাদের পিএল অর্থাত্‍ প্রিভিলেজ লিভ ক্যাশ করাতে পারবেন। হোলি বা দোলের আগে ব্যাংক কর্মীদের এই বিপুল পরিমাণ সুবিধা তুলে দেওয়া লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos