১.৮ লাখ টাকা বিনিয়োগে তিন মাসে মিলেছে ৯৮৪ কোটি! জানেন কীভাবে হল এই ম্যাজিক?

কিছু বিনিয়োগকারী ৫৬ হাজার গুণ পর্যন্ত রিটার্ন পেয়েছেন। কিভাবে কোথায় বিনিয়োগ করলে মিলবে এমন বাম্পার রিটার্ন, জেনে নিন…

deblina dey | Published : Dec 21, 2024 5:05 AM IST
110

এমন একটা ধাক্কা পেতেই দিন-রাত চাতকের মতো অপেক্ষায় থাকেন বিনিয়োগকারীরা। এমন একটা ব্যাটে-বলে ক্লিক হলেই কোটি টাকার গদিতে বসার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না।

210

আপনিও নিশ্চয়ই জানতে চান যে কোন খাতে বিনিয়োগ করে ৫৬ হাজার গুন রির্টান পেলেন বিনিয়োগকারীরা, জেনে নেওয়া যাক-

310

এই ধরণের লাভ পেতে আপনাকে ঝুঁকি অবশ্যই নিতে হবে। ব্লুচিপস সংস্থায় বিনিয়োগ করেই বিনিয়োগকারীরা এই পরিমাণ লাভ করে।

410

যা বহুগুণ রিটার্ন দেয়।এর অন্যমত একটি হল এলসিড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড।

510

এখানে ১.৮ লাখ টাকা বিনিয়োগে তিন মাসে ৯৮৪ কোটির রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

610

এই সংস্থা এর আগে ট্রেড করলেও তা ২-১ দিনের বেশি স্থায়ী ছিল না। ২০২৪ সালেই প্রথম ৯ দিনের মতো সেশনে এসেছে।

710

আরও একটি হল বম্বে স্টক এক্সচেঞ্জ এটি ভারতেরই নয় এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। 

810

বোম্বে স্টক এক্সচেঞ্জ ১৮৭৫ সালে প্রেমচাঁদ রায়চাঁদ প্রতিষ্ঠিত করেছিলেন এবং বর্তমানে শ্রী সুন্দররমন রামমূর্তি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে রয়েছেন। 

910

এর ভ্যালু ৩৮০৮ কোটি টাকা হয়েছে। এই স্টক ৫ মাসে প্রায় ৫৬ হাজার গুণ রিটার্ন দিয়েছে।

1010

এই সংস্থার সব মিলিয়ে পাবলিক শেয়ার হোল্ডার রয়েছে ৩২২।

Share this Photo Gallery
click me!

Latest Videos