গতকালের পর আজ ফের বাড়ল দাম। শেষ কয় মাস ধরে এমনিতেই সোনার দাম উর্ধ্বমুখী। যদিও প্রতিদিনই বদল হচ্ছে দাম। কখনও তা লাখের ঘরে অবস্থান করছে তো কখনও দাম কমছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।