বিয়ের মরশুমের মাঝেই আবার সোনার দাম বেড়েছে, যা ক্রেতাদের চিন্তায় ফেলেছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন শহরের আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার সঠিক দাম তুলে ধরা হয়েছে। গতকালের তুলনায় দাম কতটা বেড়েছে, সেই তথ্যও দেওয়া হয়েছে।
বিয়ের মরশুমে ফের বেড়ে গেল সোনার দাম। শেষ কয়েক মাস ধরে তা আছে লাখের ঘরে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।