
ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কোন ইলেকট্রনিক গ্যাজেট কেনার পরিকল্পনা করছেন? গ্যাজেট কেনার সাথে সাথে ক্যাশব্যাক সুবিধা পেলে কেমন হয়? গ্যাজেট কিনতে চাইলে এ ধরণের ক্রেডিট কার্ড ব্যবহার করা বেশি উপযুক্ত। ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্যাজেট কিনলে ক্যাশব্যাক পেতে নিচের কার্ডগুলি বিবেচনা করতে পারেন
১. আমাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড
এই ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্যাজেট কেনা আমাজন প্রাইম সদস্যরা ৫% ক্যাশব্যাক পাবেন। আমাজন প্রাইম সদস্য নন এমন ব্যক্তিরা ৩% ক্যাশব্যাক পাবেন। এই কার্ডের কোন জয়েনিং ফি বা বার্ষিক ফি নেই।
২. এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড
অনলাইনে ইলেকট্রনিক গ্যাজেট কেনাকাটায় ৫% ক্যাশব্যাক প্রদান করে এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। এই কার্ডের জয়েনিং ফি ৯৯৯ টাকা। তবে বছরে দুই লক্ষ টাকার বেশি খরচ করলে এই ফি মওকুফ করা হবে।
৩. এইচডিএফসি ব্যাংক মিলেনিয়া ক্রেডিট কার্ড
আমাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা-র মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে গ্যাজেট কেনাকাটায় ৫% ক্যাশব্যাক প্রদান করে এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড। জয়েনিং ও বার্ষিক ফি হিসেবে ১০০০ টাকা প্রযোজ্য।
৪. ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড
ফ্লিপকার্ট থেকে অনলাইনে গ্যাজেট কেনাকাটায় ৫% ক্যাশব্যাক পাওয়া যায়। ৫০০ টাকা জয়েনিং ফি।