লগ্নি করতে পারেন এই ৬ স্টকে! মিলবে হাই রিটার্ন! শুক্রবার দুর্দান্ত ব্যাটিং করতে পারে শেয়ার বাজার

Published : Apr 11, 2025, 10:12 AM ISTUpdated : Apr 11, 2025, 12:09 PM IST

Stock Market Today: শুক্রবার বাজারের পরিস্থিতি কেমন থাকবে সে দিকেই এখন নজর লগ্নিকারীদের। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর জন্য মার্কেট বন্ধ ছিল। তবে এদিন শুরুতেই চাঙ্গা থাকতে পারে বাজার বলে ধারণা বিশেষজ্ঞদের। বিনিয়োগ করতে পারেন এই ৬টি স্টকে। 

PREV
111

মহাবীর জয়ন্তীর জন্য বৃহস্পতিবার বন্ধ থাকার পর শুক্রবার খুলবে দেশের শেয়ার বাজার।

211

শুল্ক যুদ্ধের আবহে বুধবার সেনসেক্স, নিফটি কমেছিল যথাক্রমে ০.৫১ শতাংশ এবং ০.৬১ শতাংশ। ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রেখে আলোচনার রাস্তা খুলে দিয়েছেন।

411

শুক্রবার গিফ্ট নিফটি ৪৬৭ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে রয়েছে ২২ হাজার ৯৫৪ পয়েন্টে।

511

এই পরিস্থিতিতে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কোন কোন সংস্থার স্টকে লগ্নি করা যেতে পারে দেখে নিন।

611

ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট: স্টকের দাম ১ হাজার ১১৭ টাকা। টার্গেট প্রাইস ১ হাজার ২০০ টাকা। স্টপ লস ১ হাজার ৮০ টাকা।

711

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড: স্টকের দাম ৩৭৯ টাকা। টার্গেট প্রাইস ৪০৫ টাকা। স্টপ লস ৩৬৫ টাকা।

811

অ্যাভিনিউ সুপারমার্টস (ডিমার্ট): স্টকের দাম ৪ হাজার ১৪০ টাকা। টার্গেট প্রাইস ৪ হাজার ২৫০ টাকা। স্টপ লস ৪ হাজার ৮০ টাকা।

911

ডিএলএফ: স্টকের দাম ৬১২ টাকা। টার্গেট প্রাইস ৬৪০ টাকা। স্টপ লস ৫৯০ টাকা।

1011

দীপক ফার্টিলাইজ়ার অ্যান্ড পেট্রোকেমিক্যালস: স্টকের দাম ১ হাজার ১৫৮ টাকা। টার্গেট প্রাইস ১ হাজার ২৪০ টাকা। স্টপ লস ১ হাজার ১১৮ টাকা।

1111

এসএমপিএ ইনফ্রা: স্টকের দাম ২০৫ টাকা। টার্গেট প্রাইস ২২০ টাকা। স্টপ লস ১৯৮ টাকা।

click me!

Recommended Stories