জোড়া সুখবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বেতন পার করবে ৫০ হাজরের গণ্ডি, ন্যূনতম পেনশন হবে ২৫,০০০

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আর্থিক সুবিধার খবর। ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন প্রায় দ্বিগুণ এবং পেনশনও বৃদ্ধি পাবে। ৪৮.৬২ লক্ষ কর্মচারী এবং ৭৭.৪৫ লক্ষ পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।
Sayanita Chakraborty | Published : Nov 21, 2024 7:55 AM IST
110

একের পর এক সুখবর সরকারি কর্মীদের জন্য। শীঘ্রই আর্থিক দিক থেকে উপকৃত হতে চলেছেন তাঁরা। মিলবে জোড়া সুখবর। প্রায় ৪৮.৬২ লক্ষ কর্মচারী এবং ৭৭.৪৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবে।

210

আগামী বছর বাড়বে বেতন কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রায় দ্বিগুণ হবে বেতন, বাড়বে পেনশনও। এমনই খবর সর্বত্র।

310

অষ্টম পে কমিশন কার্যকারী হবে ২০২৬ সালে আর সেই কমিশন কার্যকারী হলে কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫,৭৫০ টাকার অধিক।

410

পেনশেন ভোগীদের মৃত্যুর ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ পাবেন স্ত্রীরা। তেমনই ২৫ বছরের পরিষেবা দিলেই মিলবে পেনশন। বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বিভিন্ন অর্থনৈতিক মাপকাঠিতে বাড়ে বেতন। ১০ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন।

510

২০২৬ সালে বেসিক পে হবে ১৮ হাজার থেকে ৩৪ হাজার ৫৬০ টাকা। এর প্রভাবে বাড়তে পারে বেতন। বেসিক পে ও বাকি অ্যালাউন্স মিলে ৫০ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে বেতন।

610

২০২৬ সালে অষ্টম বেতন কমিশনের সুবিধা মিলবে। তাই এখন থেকেই অষ্টম বেতন কমিশেনের দাবি ধীরে ধীরে উঠেছে এখন থেকে।

710

জানা গিয়েছে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হতে পারে। এমনই জানান ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সচিব শি গোপাল মিশ্র। ২.৫৭ থেকে ৩.৬৮ পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর। এতে ২০ থেকে ২৫ হাজার বাড়বে বেতন।

810

এদিকে সপ্তম পে কমিশনে ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি করা হয়েছিল তা মানা হয়নি। এবার অপেক্ষা আগামী পদক্ষেপ কী হবে।

910

তাই ডবল সুখবর পাবেন কেন্দ্রীয় কর্মীরা। ২০২৬ সালে যে পে কমিশন গঠিত হবে তাতে দ্বিগুণ বাড়বে বেতন।

1010

সব মিলিয়ে ভবিষ্যতের বছরগুলো সুখবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos