ওয়ার্ল্ড গোল্ট কাউন্সিল বা WGC র তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের প্রায় সবকটি দেশই সোনা কেনার মাত্রা বাড়িছে।
গোল্ড কাউন্সিলের তথ্য
WGC বৃহস্পতিবার সোনা কেনার তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে অক্টোবর মাস জুড়ে বিশ্বের প্রায় সবকটি দেশই সোনা কিনেছে।
সোনা কেনার পরিমাণ
WGCর তথ্য অনুযায়ী বিশ্বের সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক মোট ৬০ টন সোনা কিনেছে।
ভারতের সোনা কেনার পরিমাণ
WGCর তথ্য অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই একাই ২৭ টন সোনা কিনেছে অক্টোবর মাসে।
২০২৪ সালে সোনা কেনার পরিমাণ
WGCর তথ্য অনুযায়ী চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে এখনও পর্যন্ত ভারত একাই ৭৭ টন সোনা কিনেছে।
৫ গুণ বৃদ্ধি
WGCর তথ্য অনুযয়ী রিজার্ভ ব্যাঙ্কের এই সোনা কেনার পরিমাণ গত বছরের তুলনায় ৫ গুণ বেড়েছে।
ভারতের সোনা
তথ্য অনুযআয়ী সোনা কেনার মাধ্যমে আরবিআই মোট ৮৮২ টন সোনা কিনেছে। যারমধ্যে ভারতে রয়েছে ৫১০ টন সোনা।
সোনা কেনায় প্রথম
তথ্য অনুযায়ী ২০২৪ সালে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত তুর্কি ও পোল্যান্ড সোনা কেনার দৌড়ে প্রথমে রয়েছে। সোনা কেনার নিরিখে ভারত, তুর্কি ও পোল্যান্ড বিশ্বের ৬০ শতাংশ সোনা কিনেছে।